দুর্নাম রয়েছে, স্ত্রী আলিয়া ভাটের ওপর বেশি বেশি খবরদারি করেন বলিউড অভিনেতা রাণবীর কাপুর। বেশ কয়েকবার মেজাজ হারিয়েছেন সংবাদমাধ্যমের সামনেও। ফের একই কাণ্ড ঘটালেন নায়ক; চটে গিয়ে পাপারাজ্জিদের দিলেন ধমক।
সম্প্রতি রাণবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছে; যেখানে তাকে পাপারাজ্জিদের সঙ্গে উত্তেজিত বাক-বিতণ্ডায় জড়াতে দেখা গেছে।
ভিডিওতে দেখা গেছে, গাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিলেন রাণবীর; তাকে দেখামাত্র ছবি তুলতে এগিয়ে যান আলোকচিত্রীরা। ছবি তোলার মত মেজাজে না থাকায় ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছিলেন তিনি।
তখনই তাকে ঘিরে ধরে পাপারাজ্জিরা বলেন, ‘একটু দাঁড়ান, একটু দাঁড়ান।’
তাতেই মেজাজ হারিয়ে রাণবীর বলেন “কেন দাঁড়াব?” এরপর তিনি রেগে গিয়ে গাড়িতে উঠে পড়েন।
অভিনেতাকে পাপারাজ্জিদের অনেকেই দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু উত্তর দেননি তিনি।
রাণবীরের এই ভিডিও দেখে এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “রাণবীর কাপুর এরকম অসভ্যের মত ব্যবহার করছেন কেন?”
আরেকজন পাপারাজ্জিদের উদ্দেশ্যে লিখেছেন, “কেন যান ওদের কাছে, কেন নিজেদের বেইজ্জতি করেন?”
এ মুহূর্তে সংবাদমাধ্যমের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলছেন রাণবীর; আসন্ন সিনেমা ‘অ্যানিমাল’-এর প্রচারেও বিশেষ একটা দেখা যাচ্ছে না তাকে।
‘অ্যানিমাল’ সিনেমায় রণবীরের সঙ্গে আরেক প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। এছাড়া রণবীরের স্ত্রীর ভূমিকায় থাকছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মানদানা; খল চরিত্রে রয়েছেন ববি দেওল।
১ ডিসেম্বর পেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমাল’।
পুরনো খবর