অ্যালবামের দুটি গান ‘কিছু কি বলার নেই’ ও ‘ভুল করেছি’ প্রকাশ হয়েছে।
Published : 07 Nov 2024, 05:17 PM
গজল ঘরানার বাংলা গান নিয়ে ‘অনুভব’ শিরোনামে নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন গায়ক বাপ্পা মজুমদার।
বাপ্পা মজুমদার জানিয়েছেন, ওই অ্যালবামের গানের সংখ্যা থাকবে আটটি। সেগুলোর মধ্যে কেবল ‘কিছু কি বলার নেই’ ও ‘ভুল করেছি’ শিরোনামের দুটি গান প্রকাশ হয়েছে।
বাপ্পার গাওয়া এই গান দুটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
'অনুভব' নিয়ে বাপ্পা বলেন, "৩০ বছরের সংগীত ক্যারিয়ারে অনেক ধরনের গান গেয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল গজল ঘরানার গান করার। সেই ভাবনা থেকেই অনুভব অ্যালবামের পরিকল্পনা।"
গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেল, স্পটিফাইসহ দেশি-বিদেশি অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে গান দুটি।
'অনুভব'র বাকি গানগুলোত কণ্ঠ দেবেন সোমনুর মনির কোনাল, তানভীর আলম সজীব, ইউসুফ আহমেদ খান ও টিনা রাসেল।
ওই গানগুলো গানগুলো লেখার কথা রয়েছে সৈয়দ গালিব হাসানের; সুর ও সংগীতায়োজন করবেন বাপ্পা।
কদিন আগে রাজধানীর এক রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে নতুন এই অ্যালবামের কথা জানিয়েছেন বাপ্পা মজুমদার।
অ্যালবামের সঙ্গে যুক্ত শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্মাতা ও সংগীতশিল্পী মাসুদ হাসান উজ্জ্বল, গীতিকার জুলফিকার রাসেল, শাহান কবন্ধ, নির্মাতা সৈকত রেজা, সংগীতশিল্পী এলিটা করিমসহ অনেকে।
ধাপে ধাপে গানগুলো প্রকাশ পাবে বলে জানিয়েছেন বাপ্পা।
তিনি বলেন, “এরপর সিডি আকারেও অনুভব অ্যালবামটি প্রকাশের পরিকল্পনা করা হচ্ছে। এখন তো অ্যালবামের আগের সময়টা হারিয়ে গেছে। তবে আমি ব্যক্তিগতভাবে চাই সিডি আকারে অ্যালবাম প্রকাশ পাক।“
‘শহরের চোখ’, 'এক কাপ চা’ সহ একের পর এক গান প্রকাশ করে ব্যস্ত সময় পার করছেন বাপ্পা।
গত এপ্রিলে প্রকাশ্যে এসেছে দলছুট ব্যান্ডের ‘সঞ্জীব’ অ্যালবাম। এই ব্যান্ডের যার হাত ধরে গড়ে ওঠা সেই প্রয়াত শিল্পী সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে অ্যালবামের নাম রাখা হয়েছে।
‘তুমি যাও’, ‘প্রবঞ্চনা’, ‘গানের শুরুটা’, ‘তুমি আছো নাকি’, ‘মন কারিগর’, ‘শূন্য লাগে’, ‘দুটো মানুষ’, ‘মন দাবাড়ু’, ‘তার ছায়ায়’, ‘মেঘ জমেছে’ ও ‘সঞ্জীব চৌধুরী’ শিরোনামের গানগুলো রয়েছে ‘সঞ্জীব’ অ্যালবামে।