সিনেমার সংলাপ আওড়ে সালমান বলে দিলেন তিনি রাজনীতিতে আসছেন, নাকি আসছেন না।
Published : 30 Mar 2025, 12:45 PM
মাথায মৃত্যুর খাঁড়া নিয়ে যে সিনেমার শুটিং করেছিলেন বলিউডি তারকাভিনেতা সালমান খান, সেই ‘সিকান্দার’ মুক্তি পেয়েছে রোববার।
ভাইজান যে কেবল যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের খুনের হুমকির মধ্যেই ছিলেন তা নয়, শুটিংয়ের সময় পাঁজরে চোটও পেয়েছিলেন তিনি। এসব প্রতিবন্ধকতাকে সঙ্গী করে ঈদে ‘সিকান্দার’ মুক্তি দিতে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় বিরতিহীন শুটিং করেছেন সালমান।
গত বছর ঈদে সালমানের কোনো সিনেমা আসেনি। তাই এ বছর ঈদে তার সিনেমা নিয়ে আগ্রহ আছে দর্শকদের মধ্যে।
হিন্দুস্তান টাইমস লিখেছে, সিনেমায় সালমানের চরিত্র ‘সিকান্দারকে’ তুলে ধরা হয়েছে গরীবের ত্রাণকর্তা হিসেবে। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের অভিনেত্রী রাশমিকা মানদানা।
একটি ঘটনায় সালমানের স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মুম্বাইয়ে পৌঁছান সিকান্দার, সেখানে সাবেক এক মন্ত্রীর সঙ্গে শুরু হয় তার দ্বন্দ্ব।সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর।
পরিচালনা করেছেন ‘গজনী’, ‘থুপাক্কি’, ‘আকিরা’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা এ আর মুরুগাদোস। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা।
এর মধ্যে এক সাক্ষাৎকারে সালমান বলেছেন, সিনেমায় মারপিটের দৃশ্য আছে কয়েকটি।
এসব দৃশ্যে অভিনয় করতে সমস্যা হয় কী না প্রশ্নের উত্তরে সালমান বলেন, “আমার সারা শরীরের কত জায়গার হাড় যে কতবার ভেঙেছে, লিগামেন্ট ছিঁড়েছে দুই তিন বার। এবার পাঁজরে আঘাত পেয়েছিলাম। তারপরেও বিশ্রাম পাইনি।"
অভিনেতার কথায়, “তেমন কঠিন দৃশ্য থাকলে আমি এত দিনে রোগা হয়ে যেতাম। তবে আমি রোগা না হলেও আমার সিক্স প্যাক রয়েছে। আমার পেশি এতটাই বলিষ্ঠ যে আমার শরীরে সামান্য মেদ জমলেই মোটা লাগে দেখে। সেটা নিয়ে আবার লোকজন কথা বলে।"
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের খুনের হুমকির কারণে নিরাপত্তাকর্মীর চক্রব্যূহ্যে এই সিনেমার শুটিং করতে হয়েছে সালমানকে। যা তার জন্য খুব একটা স্বস্তিদায়ক ছিল না বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন,“কখনও কখনও অসুবিধা হয় এই এত লোকজনকে নিয়ে চলাফেরা করতে।”
সিনেমার একটি সংলাপ নিয়েও কথা বলেছেন ভাইজান। সংলাপটি হল, “প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হতে পারব কি না জানি না। তবে বিধায়ক তো হয়েই যাব।"
বাস্তবে রাজনীতিতে আগ্রহ রয়েছে কী না প্রশ্নের উত্তরে বলেন, “এই সিনেমাতেই আরও একটি সংলাপ আছে, সেটি হল, ‘আমার কোনো আগ্রহ নেই। এটা আমার জগৎই নয়।’ কেউ যদি সরকার বা প্রশাসন সম্পর্কে ভালোভাবে না জানে, তার রাজনীতিতে যোগ দেওয়া উচিত নয়।”
গত ২৫ মার্চ থেকে সিকান্দারের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মহারাষ্ট্র, দিল্লি এনসিআর, গুজরাট, রাজস্থান, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, বিহার ও পশ্চিমবঙ্গে।
বাণিজ্যিক বিশ্লেষকদের মনে করেছেন যে গতিতে অগ্রিম বুকিং হয়েছে, তাতে ধারণা করা যায় ‘সিকান্দার’ প্রথমদিনই ভালো আয় করবে।
আরও পড়ুন
সালমানের 'সিকান্দারে' কাটছাঁট, বাদ গেল যা যা
জীবন-মৃত্যু আল্লাহর হাতে, বিষ্ণোইয়ের হুমকি নিয়ে বললেন সালমান