Published : 27 Mar 2025, 03:23 PM
দৃশ্য এবং সংলাপসহ মোট ২৬ জায়গায় কাঁচি চালিয়ে দর্শকদের দেখার উপযোগী করে প্রেক্ষাগৃহের পর্দায় আসছে ভারতের হিন্দি সিনেমার অভিনেতা সালমান খানের ঈদের সিনেমা ‘সিকান্দার’।
ভারতের সিনে পোর্টাল বলিইউড হাঙ্গামা বলছে, দৃশ্যে কাঁচি চালানোর নির্দেশনার পাশাপাশি সিনেমাটিকে ‘ইউএ’ সার্টিফিকেট দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন বোর্ড (সিবিএফসি)।
এই সনদের অর্থ হল সিনেমাটি বানানো হয়েছে মাঝ বয়সী দর্শকদের কথা মাথায় রেখে। তবে বাবা-মায়ের অনুমতিতে ১৩ বছরের কম বয়সীরাও দেখতে পারবে সিনেমাটি।
যে ২৬ দৃশ্য ও সংলাপ নিয়ে সিবিএফসির কর্মকর্তাদের আপত্তি ছিল, সেগুলোর মধ্যে একটি দৃশ্যের দৈর্ঘ্য ৪ মিনিটে বেশি, একটি ২ মিনিটি ১৬ সেকেন্ডের এবং সেগুলোর মধ্যে ৪টি দৃশ্যের দৈর্ঘ্য ১ মিনিটেরও বেশি ছিল। কাটছাঁট হওয়া বাকি দৃশ্যগুলো ৬০ সেকেন্ডের কম।
সিনেমার যেখানে যেখানে ‘হোম মিনিস্টার’ শব্দটি ব্যবহার করা হয়েছে, সেখানে সার্টিফিকেশন বোর্ড ‘হোম’ শব্দটি ‘মিউট’ করার নির্দেশ দিয়েছে সিবিএফসি।
এছাড়া অনেক জায়গায় রাজনৈতিক দলের হোর্ডিং দেখানো হয়েছে, সেই দৃশ্যগুলোতে রাজনৈতিক দলের হোর্ডিংয়ের দৃশ্য ঝাপসা করার কথা বলা হয়েছে।
সব মিলিয়ে নির্মাতাদের সিকান্দার থেকে ১৪ মিনিট ২৫ সেকেন্ড বাদ দিতে হয়েছে। এখন সালমানের এই সিনেমার দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ড।
কদিন আগে ‘সিকান্দারের’ ট্রেইলার প্রকাশ হয়েছে। ৩ মিনিট ৩৭ সেকেন্ডের দীর্ঘ ভিডিওতে সালমানকে ‘রাজকোটের রাজা’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, যার নাম সিকান্দার। তবে কেউ তাকে ডাকে ‘রাজা সাহেব’, কেউ ‘সঞ্জয় সাহেব’, কেউবা ডাকে ‘সিকান্দার সাহেব’ বলে।
৩১ বছরের ছোট রাশমিকার সঙ্গে প্রেম? সালমান যা বললেন
'সিকান্দারের' ট্রেইলার, ঝড় তুললেন সালমান
সিকান্দারকে তুলে ধরা হয়েছে গরীবের ত্রাণকর্তা হিসেবে। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের অভিনেত্রী রাশমিকা মানদানা। একটি ঘটনায় সালমানের স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মুম্বাইয়ে পৌঁছান সিকান্দার, সেখানে সাবেক এক মন্ত্রীর সঙ্গে শুরু হয় তার দ্বন্দ্ব।সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর।
পরিচালনা করেছেন ‘গজনী’, ‘থুপাক্কি’, ‘আকিরা’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা এ আর মুরুগাদোস। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা। ‘সিকান্দার’ মুক্তি পাবে ৩০ মার্চ।
গত বছর ঈদে সালমানের কোনো সিনেমা আসেনি। তাই এ বছর ঈদে তার সিনেমা নিয়ে আগ্রহ আছে দর্শকদের মধ্যে।
গেল ২৫ মার্চ থেকে সিকান্দারের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে।
সেদিন কয়েক ঘণ্টার মধ্যে এই সিনেমার ৩ কোটি টাকার টিকিট বিক্রির খবর দেয় ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
অগ্রিম বুকিং সবচেয়ে বেশি হচ্ছে মহারাষ্ট্র, দিল্লি এনসিআর, গুজরাট, রাজস্থান, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, বিহার ও পশ্চিমবঙ্গে।
বাণিজ্যিক বিশ্লেষকদের মনে করছেন যে গতিতে অগ্রিম বুকিং হচ্ছে, তাতে ধারণা করা যায় ‘সিকান্দার’ প্রথমদিনই ভালো আয় করবে।