আসছে একুশে বইমেলায় প্রকাশিত হবে ফাহমিদা নবীর বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’।
Published : 25 Jan 2025, 09:41 PM
লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী; আসছে একুশে বইমেলায় প্রকাশিত হবে তার বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’।
ছোটবেলা থেকেই ডায়েরি লিখতে ভালোবাসেন এই সংগীতশিল্পী। তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহ তিনি লিখে রেখেছেন ডায়েরির পাতায়। সেই লেখাগুলোই বই আকারে প্রকাশ করছেন ফাহমিদা নবী।
শব্দশিল্প প্রকাশনী থেকে বের হচ্ছে বইটি। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।
বইটি নিয়ে ফেইসবুকে এক পোস্টে ফাহমিদা নবী লিখেছেন, “ছোটবেলা থেকেই আমার বাবার লেখা, কথার ভঙ্গী, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। আম্মাকে দেখতাম বই পড়ত, ডায়েরি লিখত, ভীষণ ভালো লাগত। আমিও লেখার চেষ্টা করতাম, করছি।”
জীবনের অনেক অভিজ্ঞতাই লেখার মাধ্যমে তুলে ধরেন জানিয়ে এই শিল্পী লিখেছেন, “গানের গভীরতায় জীবনবোধ, আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবনদর্শনের বাইরে নয়। তাই যা দেখি তাই নিজের মত করে লিখি, ভাবনাগুলো নিয়ে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা, উপলব্ধি অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলে ধরি।”
ফাহমিদা লিখেছেন, “দর্শন নিয়ে পড়েছিলাম বলেই জীবনের দর্শনে নিজেকে চেনা, জানা, বোঝার নানা দিক আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। অল্পের গল্প আর সেই সঙ্গে নিজের উপলব্ধি ব্যাখ্যার মাধ্যমে নিজেও যেমন সহজ হতে চেষ্টা করি, তেমনি চাই মানুষও সহজ হোক আপন উপলব্ধিতে। বাঁচতে শিখুক ভালোবাসায়। জীবনকে জয় করুক সাহসী বিশ্বাসের মর্যাদায়।”
ফেইসবুক পেজে এই শিল্পীর লেখা পড়ে অনেক পাঠক ও ভক্তরা বই লেখার অনুরোধ করতেন, পাঠকদের সেই ভালোবাসায় অনুপ্রাণিত হয়েই বইটি লিখেছেন বলেও জানিয়েছেন ফাহমিদা।
এদিকে, ‘ফাহমিদা নবী’ ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন এই শিল্পী। গেল জানুয়ারির ৪ তারিখ প্রচার হয়েছে তার নতুন গান ‘কাছের মানুষ’।
চার দশকেরও বেশি সঙ্গীত ক্যারিয়ারে এই শিল্পী উপহার দিয়েছেন বেশকিছু দর্শকপ্রিয় অ্যালবাম। এর মধ্যে ‘এক মুঠো গান’, ‘এক মুঠো গান-২’, ‘দুপুরে একলা পাখি’, ‘তুমি কি সেই তুমি’, ‘মনে কি পড়ে না’, ‘চারটা দেয়াল হঠাৎ খেয়াল’, ‘তবু বৃষ্টি চাই’, ‘ইচ্ছে হয়’, ‘আমারে ছুঁয়েছিলে’ (নজরুলগীতি), ‘তুমি অভিমানে’ ইত্যাদি।