আইনজীবী ফাইজানের ভাষ্য, গত কদিন ধরে তিনি নিজেই হুমকির ফোন পাচ্ছেন।
Published : 12 Nov 2024, 09:41 PM
হিন্দি সিনেমার নায়ক শাহরুখ খানের প্রাণনাশের হুমকি এসেছিল যে আইনজীবীর মোবাইল থেকে, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এনডিটিভি লিখেছে, পুলিশের তলবে থানায় হাজির না হওয়ায় মঙ্গলবার ছত্তিশগড়ের রায়পুরের আইনজীবী ফাইজান খানকে তার বাস থেকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
ফাইজান পুলিশকে জানিয়েছিলেন তিনি বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রা পুলিশের কাছে তার বয়ান দেবেন।
ফাইজানের ভাষ্য, গত কদিন ধরে তিনি নিজেই হুমকির ফোন পাচ্ছেন। তাই মুম্বাই পুলিশ কমিশনারকে চিঠি লিখে এই আইনজীবী অনুরোধ জানিয়েছিলেন যে নিরাপত্তার কারণে তার বয়ানটা যেন ভার্চুয়ালি নেওয়া হয়।
গত ৭ নভেম্বর শাহরুখকে দেওয়া হুমকির ফোনটি আসে মুম্বাইয়ের বান্দ্রা থানার ল্যান্ডলাইনে। ফোন করে শাহরুখকে প্রাণনাশের হুমকি দিয়ে ৫০ লাখ রুপি মুক্তিপণ দাবি করেন অজ্ঞাত এক ব্যক্তি।
পুলিশ এরপর ভারতীয় দণ্ডবিধির ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে। ফোনের লোকেশন চিহ্নিত করে ছত্তিগড়ে পৌঁছে গিয়ে পুলিশ জানতে পারে আইনজীবী ফাইজান খানের।
ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা আইনজীবী ফাইজান বলেন, “আমার ধারণা ফোন চুরি হওয়ার পর সেটি ব্যবহার করে সেখান থেকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এ কথা আমি পুলিশকেও জানিয়েছি।”
এই আইনজীবী বলেছেন, তার ফোন চুরি যাওয়ার পর তিনি থানায় অভিযোগও করেছেন। তবে ফাইজানের ওই বক্তব্যে পুলিশ ‘সন্তুষ্ট’ ছিল না।
কারণ এর আগে বান্দ্রা থানায় শাহরুখের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ফাইজান।
তার অভিযোগ ছিল, ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘আঞ্জাম’ সিনেমায় এক হরিণ হত্যার দৃশ্য ছিল। শাহরুখ নাকি এমন দৃশ্যের মাধ্যমে দুই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে ‘বিভেদ সৃষ্টি করছেন’।
প্রাণনাশের হুমকির পরই শাহরুখের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে একের পর হুমকিবার্তায় শোরগোল শুরু হয়েছে বলিউডে। তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকী খুন হওয়ার পর তার ঘনিষ্ঠজন অভিনেতা সালমান খানকে লাগাতার হত্যার হুমকি দিয়ে যাচ্ছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।
এর মধ্যে পাকিস্তান থেকে শাহাজ়াদা ভাট্টি নামের এক গ্যাংস্টার ভিডিওবার্তায় খুনের হুমকি দিয়েছেন ‘ডিস্কো ড্যান্সার’ খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।
আরও পড়ুন:
শাহরুখের প্রাণনাশের হুমকি আসত যার নম্বর থেকে
জন্মদিনে এবারও ভক্তের ঢল, তবে দেখা দিলেন না শাহরুখ