দর্শকদের অপেক্ষা কাটিয়ে মোটামুটি রাতের দিকেই বাড়ির ছাদে ওঠেন শাহরুখ, এবার সকাল গড়ালেও তার দেখা মেলেনি।
Published : 02 Nov 2024, 07:24 PM
বলিউড বাদশার জন্মদিনে মুম্বাইয়ে তার বাড়ির সামনে ভক্তদের ঢল চেনা রূপ; এবারও তার ব্যতিক্রম না হলেও ভক্তরা খানিকটা ‘হতাশই’ বলা যায়।
আনন্দবাজার অনলাইন লিখেছে, শাহরুখ খানের ৫৯তম জন্মদিন ঘিরে বৃহস্পতিবার রাত থেকেই আলো ঝলমলে হয়ে উঠেছে তার বাড়ি ‘মান্নাত’। আর শুক্রবার মধ্যরাত থেকে ওই বাড়ির সামনে ভিড় করেন ভক্তরা। তবে সকাল গড়ালেও এবার ভক্তদের দেখা দেননি তিনি।
প্রতি বছর ২ নভেম্বর তার জন্মদিন ঘিরে মুম্বাইয়ের বান্দ্রায় তার বাড়ির সামেনে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। সকলেই অপেক্ষায় থাকেন তাকে একপলক দেখার। দর্শকদের সেই অপেক্ষা কাটিয়ে মোটামুটি রাতের দিকেই ছাদে ওঠেন শাহরুখ। নিজের বিখ্যাত সেই পোজ দিয়ে ভক্তদের উদ্দেশে ছুড়ে দেন ভালোবাসা। কিন্তু এবার সেই রেওয়াজ দেখা যায়নি ‘মান্নাতে’।
ধারণা করা হচ্ছে, নিরাপত্তার কারণেই এবার আড়ালে থেকেছেন বলিউড বাদশা। সম্প্রতি সালমান খানের বাড়ির বাইরে গুলি ও বাবা সিদ্দিকির হত্যার ঘটনাকে কেন্দ্র যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে সেদিকে নজর রেখেই শাহরুখ এই ঝুঁকি নিতে রাজি হননি।
তবে শাহরুখ ভক্তদের অপেক্ষা শেষ হয়নি এখনো। সময়ও আছে হাতে। যদিও তিনি দেখা দেবেন, নাকি আড়ালেই থাকবেন সেটিও এখনই বলা যাচ্ছে না।
তার এই জন্মবার্ষিকী ঘিরে ‘বাদশাহি’ আয়োজন করা হয়েছে। আড়াইশোর বেশি অতিথি নিয়ে উদযাপিত হবে এবারের জন্মদিন। যেখানে বলিউডের নামিদামি তারকার পাশাপাশি বিদেশ থেকেও উড়ে আসতে পারেন বেশ কিছু তারকা। বিনোদন জগতের বাইরে খেলার অঙ্গনের কিছু তারকা এবং কয়েকজন ব্যবসায়ীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
শাহরুখের জন্ম ১৯৬৫ সালে। দিল্লি থেকে মুম্বাইয়ে এসে পাঁচ কি সাতটি সিনেমা করার বাসনা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখে তিনি বনে গেছেন সুপারস্টার।
১৯৯২ সালের ২৫ জুন রাজ কুমার পরিচালিত ‘দিওয়ানা’ মুক্তি পায়। ওই সিনেমায় ধনী গায়ক ‘ববির’ চরিত্রে অভিনয় করেন শাহরুখ, তার নায়িকা ছিলেন দিব্যা ভারতী।
এরপরের বছরগুলোতে অন্য অনেক অভিনেতার মতই নানা ধরনের চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেছেন শাহরুখ। বলিউডের পরিবর্তন, ভালো-মন্দে খাপ খাইয়েছেন নিজেকে। কখনও তার সাফল্যে বক্স অফিস ঝলমল করেছে, আবার একের পর এক ফ্লপ ছবি হতাশ করেছে ভক্ত-অনুরাগীদের।
কোভিড মহামারীর আগের কয়েক বছরে পরপর শাহরুখের চারটি সিনেমা ফ্লপ হয়েছিল। সেই চারটি সিনেমার ব্যর্থতায় শাহরুখ নিজেও বিরক্ত হয়ে বিরতি নিয়েছিলেন। এমনকি নতুন কোন চিত্রনাট্যও শোনেননি এ সময়।
মহামারীর পর গত বছর ‘পাঠান’ দিয়ে রাজসিক প্রত্যাবর্তন করেন শাহরুখ। একই বছরে ‘জওয়ান’ সিনেমা করে নিজেকে নিয়ে যান সাফল্যের অন্য উচ্চতায়।
একই বছর ‘ডানকি’ সিনেমা করেও সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। এই তিন সিনেমা দিয়ে শাহরুখ কেবল নিজের ‘জলে পড়া’ ক্যারিয়ারকেই ভাসিয়ে তোলেননি, হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিওকে দেখান দিশা।
শাহরুখ খানের ক্যারিয়ার শুরু হয়েছিল টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ দিয়ে। প্রায় ৩৫ বছর পরে ছোটপর্দায় ফিরছে 'ফৌজি ২'। শাহরুখের জন্মদিন উপলক্ষে 'ফৌজি ২'এর ট্রেইলার উন্মোচন করা হয়েছে।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং ক্রিকেট বাণিজ্যের খাতাতেও অনেক বছর হল নাম লিখিয়েছেন কিং খান। দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা ধরে রাখা বলিউড অভিনেতাদের একজন তিনি। সিনেমার সংখ্যা এবং আয়ের দিক থেকেও শাহরুখ ভারতের শীর্ষ তারকাদের একজন।