এই অনুষ্ঠানেই শাহরুখের আগামী সিনেমা ‘কিং খান’ নিয়ে আসছে আনুষ্ঠানিক ঘোষণা।
Published : 01 Nov 2024, 12:27 PM
ষাট ছুঁইছুঁই জীবনের শাহরুখ খানের অভিনয়ের সঙ্গে বসবাস ৩২ বছর। টেলিভিশন ধারাবাহিক দিয়ে ক্যারিয়ার শুরু করে তিনি এখন বলিউডের বাদশাহ। সেই বাদশাহর ৫৯তম জন্মবার্ষিকী ঘিরে ‘বাদশাহি’ আয়োজন করা হয়েছে।
নিউজ ১৮ লিখেছে, রোববার ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে তার বাসভবন ‘মান্নাত’ সেজে উঠছে আলোর রোশনাইয়ে। অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছেন তার স্ত্রী গৌরী খান।
এই অনুষ্ঠানেই শাহরুখের আগামী সিনেমা ‘কিং খান’ নিয়ে আসছে আনুষ্ঠানিক ঘোষণা। যেখানে শাহরুখের সঙ্গে প্রথমবারের মত তার মেয়ে সুহানা খান অভিনয় করছেন। এতে বাবা-মেয়েকে গুরু-শিষ্যার চরিত্রে দেখা যেতে পারে।
জন্মদিনে আড়াইশোর বেশি অতিথির নাম তালিকায় আছে। নিমন্ত্রিতদের কাছে এরিমধ্যে আমন্ত্রণ পত্র পৌঁছেও গেছে।
অতিথিদের মধ্যে রানবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রাণবীর কাপুর, কাজল, অজয় দেবগনের মত তারকারা আছেন।
তবে কেবল দেশের নয়, শোনা যাচ্ছে, বিদেশ থেকেও উড়ে আসতে পারেন বেশ কিছু তারকা। বিনোদন জগতের বাইরে খেলার অঙ্গনের কিছু তারকা এবং কয়েকজন ব্যবসায়ীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
গৌরী জন্মদিনের অনুষ্ঠানে বিশেষ থিম ঠিক করেছেন। অথিতিদের কেউ কেউ শাহরুখের জনপ্রিয় কিছু সিনেমার চরিত্রের আদলে সেজে আসবেন।
এছাড়া অনুষ্ঠানে থাকছে শাহরুখের মেয়ে সুহানা খান ও বড় ছেলে আরিয়ান খানের বিশেষ পারফরমেন্স।
এদিন দূরদূরান্ত থেকে মানুষ শাহরুখকে এক নজর দেখতে বাসভাবনের সামনে ভিড় করেন। তাই বাসভবনের বারান্দায় বা ছাদে দাঁড়িয়ে ভক্তদের দেখা দেবেন শাহরুখ।
শাহরুখের জন্ম ১৯৬৫ সালে। দিল্লি থেকে মুম্বাইয়ে এসে পাঁচ কি সাতটি সিনেমা করার বাসনা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখে তিনি বনে গেছেন সুপারস্টার।
তিন দশক আগে ‘দিওয়ানা’ সিনেমায় প্রথম দেখা যায় বড় পর্দায়। যদিও তার ক্যারিয়ার শুরু টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ এবং ‘সার্কাস’ দিয়ে, তখন নাম ছিল আব্দুর রহমান।
১৯৯২ সালের ২৫ জুন রাজ কুমার পরিচালিত ‘দিওয়ানা’ মুক্তি পায়। ওই সিনেমায় ধনী গায়ক ‘ববির’ চরিত্রে অভিনয় করেন শাহরুখ, তার নায়িকা ছিলেন দিব্যা ভারতী।
এরপরের বছরগুলোতে অন্য অনেক অভিনেতার মতই নানা ধরনের চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেছেন শাহরুখ। বলিউডের পরিবর্তন, ভালো-মন্দে খাপ খাইয়েছেন নিজেকে। কখনও তার সাফল্যে বক্স অফিস ঝলমল করেছে, আবার একের পর এক ফ্লপ ছবি হতাশ করেছে ভক্ত-অনুরাগীদের।
কোভিড মহামারীর আগের কয়েক বছরে পরপর শাহরুখের চারটি সিনেমা ফ্লপ হয়েছিল। সেই চারটি সিনেমার ব্যর্থতায় শাহরুখ নিজেও বিরক্ত হয়ে বিরতি নিয়েছিলেন। এমনকি নতুন কোন চিত্রনাট্যও শোনেননি এ সময়।
মহামারীর পর গত বছর ‘পাঠান’ দিয়ে রাজসিক প্রত্যাবর্তন করেন শাহরুখ। একই বছরে ‘জওয়ান’ সিনেমা করে নিজেকে নিয়ে যান সাফল্যের অন্য উচ্চতায়।
একই বছর ‘ডানকি’ সিনেমা করেও সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। এই তিন সিনেমা দিয়ে শাহরুখ কেবল নিজের ‘জলে পড়া’ ক্যারিয়ারকেই ভাসিয়ে তোলেননি,হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিওকে দেখান দিশা।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং ক্রিকেট বাণিজ্যের খাতাতেও অনেক বছর হল নাম লিখিয়েছেন কিং খান। দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা ধরে রাখা বলিউড অভিনেতাদের একজন তিনি। সিনেমার সংখ্যা এবং আয়ের দিক থেকেও শাহরুখ ভারতের শীর্ষ তারকাদের একজন।