আইপিএল
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের এই দুই ক্রিকেটারের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন ভিরেন্দার শেবাগ।
Published : 20 Apr 2025, 10:40 PM
আইপিএলে গ্লেন ম্যাক্সওয়েল ও লিয়াম লিভিংস্টোনের সাদামাটা পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেছেন ভিরেন্দার শেবাগ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের এই দুই ক্রিকেটারের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক বিস্ফোরক ওপেনার।
চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন ম্যাক্সওয়েল। গত নভেম্বরের মেগা নিলামের আগে অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডারকে ছেড়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরে নিলাম থেকে চার কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে টানে পাঞ্জাব।
আসরে এখন পর্যন্ত কিছুই করতে পারেননি ম্যাক্সওয়েল। গুজরাট টাইটান্সের বিপক্ষে পাঞ্জাবের প্রথম ম্যাচে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান তিনি। পরের ম্যাচে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তাকে নামতে হয়নি ব্যাটিংয়ে।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১ ছক্কা ও ৩ চারে ২১ বলে ৩০ রান করে কিছুটা আশা জাগান ম্যাক্সওয়েল। কিন্তু পরের দুই ম্যাচে আবারও খোলসে ঢুকে যান তিনি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১ রান ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ৩ রান করেন বিধ্বংসী এই ব্যাটসম্যান।
ব্যর্থতার ধারাবাহিকতায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৭ রানে আউট হওয়ার পর পাঞ্জাবের একাদশে জায়গা হারান ম্যাক্সওয়েল। বেঙ্গালুরুর বিপক্ষে তিন দিনের ভেতর দুই দেখায় তাকে খেলায়নি ফ্র্যাঞ্চাইজিটি।
একই অবস্থা ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনেরও। মেগা নিলাম থেকে তাকে আট কোটি ৭৫ লাখ রুপিতে দলে টানে বেঙ্গালুরু। কিন্তু এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি।
এখন পর্যন্ত ৭ ম্যাচের ৬ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ফিফটি করতে পারেন কেবল একটিতে, গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫৪। সবশেষ তিন ইনিংসে তো দুই অঙ্কই ছুঁতে পারেননি তিনি।
পাঞ্জাবের বিপক্ষে রোববারের ম্যাচে লিভিংস্টোনকে একাদশ থেকে বাদ দেয় বেঙ্গালুরু। এদিন ক্রিকবাজের একটি অনুষ্ঠানে তাকে ও ম্যাক্সওয়েলকে ধুয়ে দেন শেবাগ।
“আমার মনে হয়, ম্যাক্সওয়েল ও লিভিংস্টোনের (ভালো করার) ক্ষুধা শেষ হয়ে গেছে। তারা এখানে কেবল ছুটি কাটাতে এসেছে। অবকাশ উপভোগ করে চলে যাবে। দলের জন্য তাদের কোনো ভালোবাসা নেই। দলকে জিততে সহায়তা করতে হবে কিংবা দলটি এখনও কোনো শিরোপা জিততে পারেনি, সেই শূন্যতা দূর করতে অবদান রাখতে হবে (এমন কোনো ভাবনা তাদের নেই)।”
“আমি অনেক বিদেশি খেলোয়াড়ের সঙ্গে সময় কাটিয়েছি; কিন্তু কেবল দুয়েকজন আমাকে এই অনুভূতি দিয়েছে যে, ‘হ্যাঁ, আমি সত্যিই দলের জন্য কিছু করতে চাই।’ দলকে জেতাতে হবে, এই দুইজনের মাঝে এমন মরিয়া কোনো ভাব দেখি না আমি। তারা শুধু বড় বড় কথা বলে ফিরে যায়। কোনো পারফরম্যান্স নেই।”
শেবাগের চোখে তিন জন বিদেশি ক্রিকেটার অন্যদের চেয়ে আলাদা, যারা সবসময় দলের জন্য নিজেকে উজাড় করে দেন।
“ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, ম্যাকগ্রা…ম্যাকগ্রা প্রায়ই জিজ্ঞাস করত, ‘আমি কেন খেলছি না, আমাকে খেলাও, আমি ম্যাচ জেতাব…’ এই তিন ক্রিকেটার আলাদা ছিল। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের অনেক ক্রিকেটার আছে, যারা কেবল আসে ও চলে যায়। এটা বোঝা যায় যখন দল সেমি-ফাইনাল বা ফাইনালে হারের পর তারা জিজ্ঞাস করে ‘পার্টি কোথায়?’ হারের কোনো হতাশা নেই তাদের। আইপিএল শেষ হয়েছে, এতেই তারা খুশি, কারণ দেশে ফিরে যেতে পারবে।”