তিনি বলেন, “যদি নাম লিখতে হয় তাহলে হিন্দুস্তান লিখে রাখুন"।
Published : 08 Nov 2024, 04:19 PM
হিন্দি সিনেমার নায়ক শাহরুখ খানকে যে নম্বর থেকে প্রাণনাশের হুমকি দিয়ে ৫০ লাখ রুপি চাওয়া হয়েছে, সেটি একজন আইনজীবীর মোবাইল নম্বর।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ভারতের ছত্তিশগড়ের রায়পুরের আইনজীবী ফাইজান খানের ভাষ্য, চলতি মাসের ২ তারিখে তার মোবাইলটি হারিয়ে গিয়েছে।
নায়ক সালমান খানকে লাগাতার খুনের হুমকি দেওয়ার মধ্যেই শাহরুখকে হুমকি দেওয়ার এই ঘটনা নিয়ে আলোচনা চলছে।
ফোনটি আসে বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রা থানার ল্যান্ডলাইনে। ফোন করে শাহরুখকে প্রাণনাশের হুমকি দিয়ে ৫০ লাখ রুপি মুক্তিপণ দাবি করেন অজ্ঞাত এক ব্যক্তি।
ফোনটি ধরেছিলেন বান্দ্রা থানার কনস্টেবল সন্তোষ ঘোটকে কলকারী কনস্টেবল ঘোটকে।
তিনি বলেন, " আমি ফোন ধরে শুনতে পাই, ওপাশ থেকে একজন বলছেন, শাহরুখ খান এখন মান্নাতে আছেন। তাকে যদি ৫০ লাখ টাকা না দেওয়া হয়, তবে অভিনেতাকে ওই ব্যক্তি মেরে ফেলবেন।”
কনস্টেবল ঘোটকে তখন ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি বলেন, “যদি নাম লিখতে হয় তাহলে হিন্দুস্তান লিখে রাখুন"।
এই বলে ফোনটি কেটে দেওয়া হয় বলে জানিয়েছেন ঘোটকে।
পুলিশ এরপর ভারতীয় দণ্ডবিধির ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে। ফোনের লোকেশন চিহ্নিত করে ছত্তিগড়ে পৌঁছে গিয়ে পুলিশ জানতে পারে আইনজীবী ফাইজান খানের।
ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা আইনজীবী ফয়জন বলেন, “আমার ধারণা ফোন চুরি হওয়ার পর সেটি ব্যবহার করে সেখান থেকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এ কথা আমি পুলিশকেও জানিয়েছি।”
এই আইনজীবী বলেছেন, তার ফোন চুরি যাওয়ার পর তিনি থানায় অভিযোগও করেছেন।
মহারাষ্ট্রের পুলিশ কর্মকর্তা অজয় কুমার বলেন, "ফাইজান জানিয়েছেন গত ২ নভেম্বর তার ফোনটি হারিয়ে গিয়েছে। আর শাহরুখ খানের উদ্দেশে হুমকি ফোনটি এসেছে ৫ নভেম্বর। আমরা এবং মুম্বাই পুলিশ উভয়েই বিষয়টি নিয়ে তদন্ত করছি।“
হুমকি দেওয়া ব্যক্তি নায়ক সালমান খানকে হুমকি দেওয়া গ্যাংস্টার গ্রুপ লরেন্স বিষ্ণোই দলের সদস্য কী না সেটি খতিয়ে দেখছে পুলিশ।
কয়েক বছর ধরে বিষ্ণোইয়ের দল সালমানকে কেবল খুনের হুমকি দিয়েই চুপ থাকেনি, নায়কের বাড়ির সামনে গুলিও ছুড়েছে তারা।
এর মধ্যে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী খুন হওয়ার পর থেকেই নিরাপত্তার আতঙ্কে ভুগছেন তার ঘনিষ্ঠ জন সালমান। এরপর ‘শত্রুতার অবসান ঘটাতে’ সালমানের কাছে পাঁচ কোটি রুপি দাবি করেছে বিষ্ণোই গ্যাং।
এর মধ্যে বিষ্ণোই দলের এক সদস্য পুলিশের হাতে ধরা পড়েছে, যার কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সালমান।
আরও পড়ুন:
জন্মদিনে এবারও ভক্তের ঢল, তবে দেখা দিলেন না শাহরুখ