টেক্কা মুক্তি পাচ্ছে আসছে দুর্গাপূজার সময়ে আগামী ৮ অক্টোবর।
Published : 17 Sep 2024, 10:01 AM
“পৃথিবীর সব থেকে বড় অপরাধ গরিব হওয়া। সমাজে ভূতের মত ঘুরে বেড়ালেও যাদের খোঁজ কেউ রাখে না, কেউ চেনে না। তবে এবার চিনবে”– এই সংলাপ আউরে ‘টেক্কা’ সিনেমার ঝলক তুলে ধরলেন কলকাতার অভিনেতা দীপক অধিকারী দেব।
সৃজিত মুখার্জির পরিচালনায় ‘টেক্কা’ সিনেমায় দেখা যাবে, সমাজের উঁচুতলার মানুষের ওপর প্রতিশোধ নিতে মরিয়া দেব একটি বাচ্চা মেয়েকে স্কুল থেকে অপহরণ করেছেন।
টিজারে দুষ্টের দমন, শিষ্টের পালনের বার্তা দিতে দেখা গেছে টালিগঞ্জের এই অ্যাকশন হিরোকে। তার সঙ্গে সৃজিত পর্দায় আনছেন রুক্মিণী মৈত্রকে, যাকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। সঙ্গে আছেন স্বস্তিকা মুখার্জিও।
টেক্কা মুক্তি পাচ্ছে আসছে দুর্গাপূজার সময়ে আগামী ৮ অক্টোবর।