অন্যের ভাবনা নিয়ে তোয়াক্কা নেই কাজলের।
Published : 31 Oct 2024, 11:24 PM
ছটফটে ও প্রাণবন্ত স্বভাবের বলিউডি অভিনেত্রী কাজলকে ইদানিংকালের মধ্যে একাধিকবার মেজাজ হারাতে দেখা গেছে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী বলেছেন তিনি অভিনয়ের জগতের মানুষ হলেও, আর দশটা সাধারণ মানুষের মতই তারও অনুভূতি আছে। সেসবেরই প্রকাশ হয়ে যায় মাঝেমধ্যে।
হিন্দুস্তান টাইমস লিখেছে, এক সাক্ষাৎকারে এসে সঞ্চালকের প্রশ্নে কাজল এই উত্তর দিয়েছেন।
সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পরা কয়েকটি ভিডিও ঘিরে সমালোচিত হয়েছেন কাজল। যেখানে দেখা গেছে, কাজলের ছেলে যুগ তার পায়ে চোটের কারণে ঠিকমত হাঁটাচলা করতে পারছে না। যুগকে সহযোগিতা করতে কাজলের নিরাপত্তারক্ষী এগিয়ে আসলেই ঘটে বিপত্তি।
আচমকা নিরাপত্তারক্ষীকে পেছন থেকে ধাক্কা দেন কাজল।
এছাড়া মুম্বাইয়ে পৈত্রিক বাড়িতে এবারে দুর্গাপূজায় খাবার পরিবেশনের সময়ে তার ভিডিও ধারণ করায় এক ব্যক্তির উপর হঠাৎ ক্ষেপে যান কাজল।
মণ্ডপে জুতা পায়ে আলোকচিত্রীদের দেখেও চিৎকার করে ওঠেন তিনি। কাজলের রাগারাগির এসব ভিডিও দেখে বহু মানুষ জয়া বচ্চনের সঙ্গে কাজলের স্বভাবের মিল খুঁজে পেয়েছেন।
কারণ পান থেকে চুন খসলেই যে জয়া চটে যান, বলিউডে এ কথা কারও অজানা নয়। পাপারাজ্জিদের সঙ্গেও দা-কুড়াল সম্পর্ক এই অভিনেত্রীর।
কাজল কেন মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারছেন না জানতে চাইলে তিনি বলেছেন তিনি সবসময় রেগে থাকেন, ব্যাপারটা এমন নয়।
“হ্যাঁ আমি রেগে যাই। কোনো কোনো দিন মেজাজ খারাপ থাকে। প্রতিটা দিন এক রকম হয় না। দিনটাই হয়ত খারাপ যায়। তখন রাগ প্রকাশ করে ফেলি।”
তবে এই নিয়ে কোনো ‘আফসোস নেই’ বলে জানিয়েছেন অভিনেত্রী। তার রাগ দেখে লোকে কী ভাবছে না ভাবছে, সে জন্য নিজের আচরণেও কোনো পরিবর্তন আনতে নারাজ কাজল।
“আমি এমনই। তারকা বলে ভাবমূর্তি রক্ষা করার জন্য আমি নিজেকে বদলাতে পারব না। অন্য কেউ কেন বলে দেবে আমি কখন হাসব আর কখন রেগে যাব।”
কাজল মনে করেন, আজকাল সব কিছুই বিচার করেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা।
“সাজানো নিখুঁত বিষয়গুলির জয়জয়কার করা হয়। কিন্তু বাস্তব কিছু সহজে গ্রহণ করতে পারেন না। আমি সোশাল মিডিয়ায় ভণিতা করতে জানি না।”
আরও পড়ুন: