একজন লিখেছেন, “কাজল=জয়া বচ্চন।”
Published : 26 Sep 2024, 11:21 PM
ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী কাজল কী তার অগ্রজ জয়া বচ্চনের মত বদমেজাজি হয়ে উঠছেন? সম্প্রতি এই প্রশ্ন ঘোরাফেরা করছে সোশাল মিডিয়ায়।
হিন্দুস্তান টাইমস লিখেছে, এই প্রশ্ন উঠেছে একটি ভিডিওকে ঘিরে। যেখানে দেখা গেছে, কাজলের ছেলে যুগ তার পায়ে চোটের কারণে ঠিকমত হাঁটাচলা করতে পারছে না। যুগকে সহযোগিতা করতে কাজলের নিরাপত্তারক্ষী এগিয়ে আসলেই ঘটে বিপত্তি।
আচমকা নিরাপত্তারক্ষীকে পেছন থেকে ধাক্কা দেন কাজল।
কাজলকে হাসিখুশি ও প্রাণবন্ত দেখতেই অভ্যস্ত তার অনুরাগীরা। হাসিখুশি স্বভাবের কাজলের ব্যবহারও বেশ মার্জিত। কিন্তু হঠাৎ এমন প্রতিক্রিয়ার জন্য সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।
কেবল তির্যক মন্তব্য নয়, এই ভিডিও দেখে বহু মানুষ জয়া বচ্চনের সঙ্গে কাজলের স্বভাবের মিল খুঁজে পেয়েছেন।
কেউ লিখেছেন, “তিনি দ্বিতীয় জয়া বচ্চন।”
কারও কথা, “যে সাহায্যের হাত বাড়িয়েছেন তাকে ওইভাবে ধাক্কা দেওয়াটা রূঢ় আচরণ।”
কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “ওভাবে কেন ধাক্কা দিলেন নিরাপত্তারক্ষীকে?”
একজন লিখেছেন, “কাজল=জয়া বচ্চন।”
পান থেকে চুন খসলেই যে জয়া চটে যান, বলিউডে এ কথা কারও অজানা নয়। পাপারাজ্জিদের সঙ্গেও দা-কুড়াল সম্পর্ক এই অভিনেত্রীর।
আলোকচিত্রীরা ছবি তুলতে চাইলে জয়া কখনো ধমক দেন, আবার কখনো চিৎকার করে ওঠেন। এ ধরনের আচরণের জন্য জয়া বহুবার সমালোচিত হয়েছেন।