শিখ নেতা বলেন, "ইতিহাস বদলানো যায় না। যদি তারা শিখদেরকে সন্ত্রাসবাদী হিসেবে তুলে ধরে, তাহলে মনে রাখবেন, যার (ইন্দিরা গান্ধী) সিনেমা বানাচ্ছে, তার পরিণতি কী হয়েছিল।”
Published : 28 Aug 2024, 09:46 PM
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে নির্মিত 'ইমার্জেন্সি’ সিনেমার ঝলক প্রকাশ করে হাঙ্গামা বাঁধিয়ে দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এখন সিনেমা বাতিলের দাবিতে প্রাণনাশের হুমকি পাচ্ছেন দেশটির শাসকদলের এই এমপি।
ইন্ডিয়া টুডে লিখেছে, কঙ্গনার অভিযোগ হল শিখ সম্প্রদায় থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আর শিখদের অভিযোগ, তাদেরকে অসম্মান করতে সিনেমায় তাদের ভূমিকাকে ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে।
সম্প্রতি সোশাল মিডিয়ায় আসা একটি ভিডিওতে দেখা যায়, পাঞ্জাবের প্রভাবশালী শিখ নেতা ভিকি টমাস সিং সরাসরি হুমকি দিচ্ছেন।
সেখানে এই শিখ নেতা বলেন, "ইতিহাস বদলানো যায় না। যদি তারা শিখদেরকে সন্ত্রাসবাদী হিসেবে তুলে ধরে, তাহলে মনে রাখবেন, যার (ইন্দিরা গান্ধী) সিনেমা বানাচ্ছে, তার পরিণতি কী হয়েছিল। মনে রাখবেন সতবন্ত সিং এবং বিয়ন্ত সিং কে ছিলেন। আমরা আমাদের মাথা পেতে দিতে পারি আবার আমরাই মাথা কেটেও নিতে পারি।"
Please look in to this @DGPMaharashtra @himachalpolice @PunjabPoliceInd https://t.co/IAtJKIRvzI
— Kangana Ranaut (@KanganaTeam) August 26, 2024
বেশ কয়েকটি শিখ সংগঠন সিনেমাটিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে।
এক্সে ওই ভিডিওটি শেয়ার করেছেন কঙ্গনা। 'দয়া করে এটি দেখুন' লিখে ভিডিওটি তিনি ট্যাগ করেছেন মহারাষ্ট্র, হিমাচল ও পঞ্জাব প্রদেশের পুলিশকে।
কঙ্গনা শুরু থেকে বলে আসছেন, ‘ইমার্জেন্সি’ কোনো বায়োপিক না, এটি একটি রাজনৈতিক সিনেমা। সিনেমার পটভূমি গত শতকের সত্তরের দশক, ভারতে তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী।
১৯৭৫ সালের ২৫ জুন থেকে পরবর্তী ২১ মাস ভারতে জরুরি অবস্থা চলে। সিনেমায় সেই সময়ের রাজনৈতিক আবহ তুলে ধরার চেষ্টা হয়েছে বলে কঙ্গনার ভাষ্য।
এই সিনেমায় কঙ্গনা কেবল ইন্দিরা গান্ধীর চরিত্রেই অভিনয় করেননি, ‘ইমার্জেন্সি’র গল্পও কঙ্গনার লেখা, প্রযোজনা ও পরিচালনার দায়িত্বেও ছিলেন এই অভিনেত্রী।
ট্রেইলারে ইন্দিরা গান্ধীর লুকেই কেবল নয়, ইন্দিরা-রূপী কঙ্গনার কণ্ঠও শোনা গেছে।
তাতে দেখা এছে , ইন্দিরার বাচনভঙ্গী, শরীরী ভাষা ভালোই রপ্ত করেছেন কঙ্গনা। শুরুতেই স্ক্রিনে ভেসে উঠেছে ২৫শে জুন, ১৯৭৫। পুলিশের উপর ইট নিক্ষেপ করছে উত্তেজিত জনতা। সংবাদপত্রের শিরোনামে লেখা- ‘জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে’।
তারপরই শোনা যায় জেলবন্দি বিরোধী দলনেতা জয়প্রকাশ নারায়ণের ভূমিকায় অনুপম খেরের কণ্ঠস্বর। অনুপম খেরকে বলতে শোনা যায়, “ভারতের ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় অধ্যায় এটি, এটা সরকার আধিপত্য নয়,বরং অহংকারের আধিপত্য। এটা আমাদের নয়,এই দেশের মৃত্যু।”
২০২১ সালে ‘ইমার্জেন্সি’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন কঙ্গনা। সম্পত্তি বন্ধক দিয়ে সেই টাকায় চলতি বছরের শুরুতে শুটিং শেষ করেন তিনি।
আগামী ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে সিনেমাটি। এতে কঙ্গনা ছাড়াও দেখা যাবে অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপাড়ে, বিষক নায়ার, সতীশ কৌশিকসহ একাধিক অভিনয়শিল্পীকে।
বিজেপির কট্টর সমর্থক কঙ্গনা প্রতিপক্ষ রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ইন্দিরাকে কোন রূপে দেখাতে চাইছেন, তা নিয়ে বেশ কৌতূহল রয়েছে সব মহলে।
পুরনো খবর
'ইমার্জেন্সি'র ঝলক দেখিয়ে মুক্তির দিন জানালেন কঙ্গনা