বুবলী লিখেছেন, " প্রতিটি দিনই ভালোবাসার,তারপরও একটি দিন একটু বেশি ভালোবেসে বিশেষভাবে কাটালে ক্ষতি কী! "
Published : 16 Feb 2024, 12:53 PM
চার বছর বয়সী ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে চিত্রনায়িকা শবনম বুবলী পৃথিবীর অন্যতম স্থাপত্য ভারতের তাজমহলের সামনে দাঁড়িয়ে জানিয়েছেন তার 'একমাত্র ভালোবাসার' কথা।
এবারের ভ্যালেনটাইনস ডেতে ফেইসবুকে পোস্ট করা বুবলী তার একঝাঁক ছবির ক্যাপশনে লিখেছেন, “আমার বাপজান আমার ভালোবাসা, আমার পৃথিবী।”
বুবলী আরও লিখেছেন, “প্রতিটি দিনই ভালোবাসার, তারপরও একটি দিন একটু বেশি ভালোবেসে বিশেষভাবে কাটালে ক্ষতি কী! সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা...।”
ছেলেকে নিয়ে বুবলী কবে আগ্রায় গিয়েছিলেন সে ব্যাপারে কিছু বলেননি।
ধারণা করা হচ্ছে, কলকাতায় ছবির শুটিংয়ের ফাঁকে আগ্রার তাজমহল দেখতে গিয়েছিলেন তিনি।
কিছুদিন আগে বুবলীর কলকাতায় সিনেমায় অভিনয় করার খবর এসেছে। ‘ফ্ল্যাশব্যাক’ নামের ওই সিনেমায় বুবলীর সহশিল্পী হয়েছেন পশ্চিমবঙ্গের নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং সৌরভ দাস।
শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ দিয়ে ২০১৬ সালে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় এক সময়ের টেলিভিশন সংবাদ পাঠক বুবলীর।
আরও পড়ুন
শাকিবকে একহাত নিয়ে বুবলী বললেন, ‘এখনও ডিভোর্স হয়নি’
বেবি বাম্পের ছবি দিয়ে বুবলী বললেন, সব জানাবেন ‘কয়েকদিনের মধ্যে’