‘আবার প্রলয়’ সিরিজে পুলিশ ইন্সপেক্টর করালীবাবু হয়ে ওঠা পার্থর ‘হ্যালো স্যার’ সংলাপ ফিরছে দর্শকদের মুখে মুখে।
Published : 30 Aug 2023, 01:37 PM
জলে কুমির, ডাঙায় বাঘ আর দুর্ধর্ষ পুলিশ কর্মকর্তা অনিমেষ দত্তের সিরিজ ‘আবার প্রলয়’ মুক্তির আগে থেকেই আলোচনায়। সিনেমায় জমজমাট সব কাহিনীর সঙ্গে একটি চমক হল, এখানে অভিনয় করেছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রস সরকারের সেচমন্ত্রী পার্থ ভৌমিক।
সিনেমার গল্পে দুর্নীতি আর অন্যায় দেখেও অন্ধ সেজে থাকা সেই পুলিশ অফিসারের অভিনয়ের খবরে মুগ্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
আনন্দবাজার জানিয়েছে, ‘আবার প্রলয়’ সিরিজে পুলিশ ইন্সপেক্টর করালীবাবু হয়ে ওঠা পার্থর ‘হ্যালো স্যার’ সংলাপ ফিরছে দর্শকদের মুখে মুখে। বড় পরিসরে এটা পার্থর প্রথম কাজ হলেও, থিয়েটারের সঙ্গে তার সম্পৃক্ততা পুরনো। মঞ্চে পার্থ নাটক করেন কলেজ জীবন থেকে।
কয়েকদিন আগে মন্ত্রিসভার বৈঠকে আসার পর পার্থকে ‘হ্যালো স্যার’ বলে ডেকে ওঠেন সংবাদমাধ্যম কর্মীরা। সে সময় তার অভিনয়ের জন্য বাহবা আসে মুখ্যমন্ত্রী মমতার কাছ থেকে।
মমতা বলেন, “আমি তোমার কাজের কথা শুনেছি পার্থ। শুনলাম কাজ ভালো হয়েছে। এত দায়িত্ব নিয়েও কাজ করে যে এ সব করা গেছে, জেনে ভালো লাগল।’’
মুখ্যমন্ত্রী এ কথা বলার পরেই তার কাছে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করেন পার্থ।
মমতা বলেন, “আমাদের মধ্যে থেকে কেউ যদি শিল্প, সাহিত্য জগতে ভালো কাজ করতে পারে, তাতে আমার আনন্দই হয়।’”
পার্থ জানিয়েছেন, এই ওয়েব সিরিজ়ে অভিনয়ের কথা মুখ্যমন্ত্রীকে জানতে দিতে চাননি তিনি। পরিবারের সঙ্গে সুন্দরবন বেড়াতে যাওয়ার কথা বলে চার দিনের ছুটি নিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। শুটিংয়ের সময় স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সুন্দরবন। মাত্র চার দিনেই শুটিং শেষ করে কাজে ফেরেন এই মন্ত্রী।
তিনি বলেন, নির্মাতা রাজ চক্রবর্তীর কাছ থেকে যখন আবার প্রলয়ে অভিনয়ের প্রস্তাব এসেছিল, তখন মূল দুঃশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় শুটিংয়ের জন্য সময় বের হবে কীভাবে।
কিন্তু সেই চার দিন কাজ করেই ওয়েব সিরিজের একঝাঁক চরিত্রের মধ্যে দর্শকদের নজর কেড়েছেন পার্থ। রাজের এই সিরিজ মুক্তির পর বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থার ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন সেচমন্ত্রী।
তবে এখন আর কোনো সিনেমা বা ওয়েব সিরিজ়ে অভিনয় করতে চান না বলেই জানাচ্ছেন পার্থ।
এখন শুধু থিয়েটারে অভিনয় চালিয়ে যাবেন আগামী বছরের মার্চ পর্যন্ত। তারপর ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য ব্যস্ততা শুরু হবে। তাই নিজের থিয়েটার দলকেও সে কথা জানিয়ে দিয়েছেন নৈহাটির বিধায়ক।
আগামীতে মঞ্চে দেবশঙ্কর হালদার ও খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে দুটি নাটকে দেখা যাবে পার্থকে।
গত ১১ অগাস্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পায় ‘আবার প্রলয়’। সুন্দরবন এলাকায় নারী পাচার ঠেকাতে ‘প্রলয়’ তোলা অনিমেশ দত্তরূপী পুলিশ কর্মকর্তা হয়ে এখানেও হাজির শাশ্বত চট্টোপাধ্যায়।
এই সিরিজের আগে ‘প্রলয়’ সিনেমা নিয়ে ঝড় তুলেছিলেন রাজ। সেখানেও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা গেছে শাশ্বতকে।
এবারে নতুন রূপে এসেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী; যাকে বলা হচ্ছে ‘সুন্দরবনের বাবা’। এবারও আছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দোপাধ্যায়, যাকে ‘প্রলয়’ সিনেমার মত এখানেও সংকট সুরাহায় মূল ব্যক্তি হিসেবে তুলে ধরেছেন পরিচালক রাজ।
পুরনো খবর