সিনেমাটি হল করণের কামব্যাক ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’। শাশ্বতের ফিরিয়ে দেওয়া চরিত্রটি করেন কলকাতার অভিনেতা টোটা রায় চৌধুরী।
Published : 11 Aug 2023, 07:01 PM
কলকাতার বাংলা সিনেমা এবং এক সময়ের সিরিয়ালের অভিনেতা শাশ্বত চ্যাটার্জি মানেই ফেলুদার তোপসে বা দুর্ধর্ষ পুলিশ অফিসার। সেই অভিনেতার কাছে কাজের প্রস্তাব এসেছিল বলিউড নির্মাতা করণ জোহরের কাছ থেকে। কিন্তু সেই চরিত্রটি নিজের সঙ্গে মানানসই মনে না করায় শাশ্বত ‘না’ বলে দেন করণকে। তবে এজন্য আফসোসেও ভুগছেন এই অভিনেতা।
সিনেমাটি হল করণের কামব্যাক ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’। শাশ্বতের ফিরিয়ে দেওয়া চরিত্রটি করেন কলকাতার অভিনেতা টোটা রায় চৌধুরী।
সিনেমায় দেখা গেছে চ্যাটার্জি পরিবারের কর্তা চন্দন চ্যাটার্জি রূপে টোটা একজন কত্থক শিল্পী এবং নায়িকা আলিয়া ভাটের বাবা। ওই সিনেমায় ‘ডোলা রে ডোলা’ গানের সঙ্গে টোটা ও রণবীর সিংয়ের নাচটিও দারণ জনপ্রিয় হয়েছে। বক্স অফিসেও ভালো ব্যবসা করেছে সিনেমাটি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে শাশ্বতর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “ভুল শোনেননি। আমার দুর্ভাগ্য যে করণ জোহরকে আমার ‘না’ বলতে হয়েছিল। এটা সবসময় আমার জীবনের সবচেয়ে বড় আফসোস হবে।”
শাশ্বতও এও বলেন, “আমাকে চরিত্র করার জন্য কত্থক নাচের প্রশিক্ষণ নিতেই হত, যা আমার জন্য সম্ভব ছিল না। আমি যা পারি না সেটি করতে গিয়ে ব্যর্থ হওয়ার চেয়ে নির্মাতাকে নিজের না পারাটা জানিয়ে দেওয়া ভালো। যা হয়নি তা নিয়ে ভেবে লাভ নেই। এখন যা করছি বা করব, সেটা নিয়ে ভাবা ভালো।”
শুক্রবার ওটিটিতে এসেছে এই অভিনেতার ‘আবার প্রলয়’ সিরিজ। সুন্দরবন এলাকায় নারী পাচার ঠেকাতে ‘প্রলয়’ তোলা অনিমেষ দত্তরূপী পুলিশ কর্মকর্তা হয়ে এখানেও হাজির হয়েছেন শাশ্বত ।
নতুন রূপে এসেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী; যাকে বলা হচ্ছে ‘সুন্দরবনের বাবা’। এবারও আছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দোপাধ্যায়, যাকে এখানেও সংকট সুরাহায় মূল ব্যক্তি হিসেবে তুলে ধরেছেন পরিচালক রাজ।