‘প্রলয়’ নিয়ে এক দশক আগে ঝড় তুলেছিলেন কলকাতার নির্মাতা রাজ চক্রবর্তী। সামাজিক অসঙ্গতি নিয়ে এই নির্মাতা এবার তৈরি করছেন ‘আবার প্রলয়’, তবে ওটিটি প্ল্যাটফর্মের জন্য। যার ট্রেইলার প্রকাশ হয়েছে। সুন্দরবন এলাকায় নারী পাচার ঠেকাতে ‘প্রলয়’ তোলা অনিমেশ দত্তরূপী পুলিশ কর্মকর্তা হয়ে এখানেও হাজির শাশ্বত চট্টোপাধ্যায়। মারমার-কাটকাট অ্যাকশনে জমাট গল্পের ইঙ্গিত দেওয়া ট্রেইলারে নতুন রূপে দেখা গেল ঋত্বিক চক্রবর্তীকে; যাকে বলা হচ্ছে ‘সুন্দরবনের বাবা’। এবারও আছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দোপাধ্যায়, যাকে এখানেও সংকট সুরাহায় মূল ব্যক্তি হিসেবে তুলে ধরেছেন পরিচালক রাজ। আগামী ১১ অগাস্ট জি ফাইভে স্ট্রিমিং ‘আবার প্রলয়’ এর।