Published : 28 Apr 2025, 08:30 PM
স্পেন ও পর্তুগালে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
সোমবারের এ বিদ্যুৎ বিভ্রাটে দুই দেশেই অচল হয়েছে গণপরিবহন, সৃষ্টি হয়েছে বিশাল যানজট, বিলম্বিত হয়েছে ফ্লাইটও।
দোকান, রেস্তোঁরা সব অন্ধকারে ঢাকা পড়েছে। বহু এলাকায় সড়কবাতি নিভে গেছে। অচল হয়ে পড়েছে ট্রাফিক ও যোগাযোগ ব্যবস্থা।
পর্তুগিজ পুলিশ জানায়, ট্রাফিক লাইট কাজ করছে না। রাজধানী লিসবন এবং পোর্তোতে মেট্রো বন্ধ হয়ে গেছে। চলাচল করছে না ট্রেন। আটকা পড়েছেন অসংখ্য যাত্রী।
বিপাকে পড়েছে স্পেনের রাজধানী মাদ্রিদের হাসপাতালসহ পর্তুগালের একাধিক চিকিৎসাকেন্দ্রও।
দুই দেশের বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, তাদের মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে গেছে। ফলে পরিবার-পরিজনদের সঙ্গে যোগাযোগও করতে পারছেন না তারা।
স্পেনের রাজধানী মাদ্রিদের মেয়র বাসিন্দাদেরকে রাস্তায় না থাকা এবং কেবল খুব জরুরি কিছু হলে জরুরি পরিষেবায় ফোন করার পরামর্শ দিয়েছেন।
ইউরোপের দেশ আন্ডোরা এবং ফ্রান্সের কিছু এলাকাতেও বিদ্যুৎ বিভ্রাট হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ এখনও স্পষ্ট নয়।
ইউটিলিটি অপারেটররা বিদ্যুৎ গ্রিডের সমস্যা ঠিক করার চেষ্টা করলেও স্পেনের ইলেকট্রিসিটি ট্রান্সমিশন অপারেটর রেড ইলেকট্রিকা বলেছে, এই বিদ্যুৎ বিভ্রাট ৬ থেকে ১০ ঘন্টা স্থায়ী হতে পারে।
কর্মকর্তারা বলছেন, সাইবার হামলা থেকে এমন বিদ্যুৎ বিপর্যয় ঘটার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তারা।
ওদিকে, পর্তুগালের বিদ্যুৎ কোম্পানি আরইএন বলছে, চরম তাপমাত্রার ওঠানামার কারণে বায়ুমন্ডলে বিরল কোনও পরিবর্তন (তাপ কিংবা চাপ) থেকে স্পেনের বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে এই বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে বলেই ধারণা তাদের।
চরম তাপমাত্রার ওঠানামার কারণে স্পেনের হাই ভোল্টেজের বিদ্যুৎ লাইনগুলোতে অস্বাভাবিক বিদ্যুৎপ্রবাহ রেকর্ড হওয়ার কথাও জানিয়েছে তারা।
পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো বলেছেন,পর্তুগাল ও স্পেনে চলমান বিদ্যুৎ বিভ্রাটের পেছনে সাইবার হামলার কোনো ইঙ্গিত নেই।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিভ্রাটের কারণ এখনও স্পষ্ট নয়, তবে এখন নিশ্চিত হওয়া গেছে এই বিভ্রাটের উৎপত্তি পর্তুগালে হয়নি।
আগামী কয়েক ঘণ্টার মধ্যে পর্তুগালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে মন্টিনিগ্রো আশা প্রকাশ করেন।
বিদু্যৎ বিভ্রাট নিয়ে মন্ত্রিসভার একটি বৈঠক থেকে সাময়িক বিরতি নিয়ে তিনি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রিইএন-এ যাচ্ছেন বলে জানান, যাতে পরিস্থিতি সম্পর্কে আরও বিশদ জানতে পারেন।
এর আগে, স্পেনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টের দিনের ও রাতের সব খেলা বাতিল করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।
এক বিবৃতিতে আয়োজকরা বলেন, “২৮ এপ্রিল স্পেনে যে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে, তার প্রেক্ষিতে সবার নিরাপত্তা নিশ্চিত করতে মুতুয়া মাদ্রিদ ওপেনের দিনের ও রাতের সব সেশন বাতিল করা হয়েছে।”
ওদিকে, স্পেনের বিদ্যুৎ পরিবহন সংস্থা রেড এলেকট্রিকা জানিয়েছে, আইবেরীয় উপদ্বীপজুড়ে বিদ্যুৎ সরবরাহ “ধাপে ধাপে” পুনরুদ্ধারের কাজ চলছে।
নতুন এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, কিছু এলাকায় ইতোমধ্যে ভোল্টেজ ফিরে এসেছে এবং ভোক্তারা শিগগিরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে দেখতে পাবেন।
ইউরোপীয় কমিশন বলেছে, তারা স্পেন, পর্তুগাল ও ইউরোপীয় বিদ্যুৎ গ্রিড সংস্থার সঙ্গে যোগাযোগ করছে, বিভ্রাটের কারণ খুঁজে বের করতে।
এ ধরনের বড় বিদ্যুৎ বিভ্রাট ইউরোপে বিরল। ২০০৩ সালে ইতালি ও সুইজারল্যান্ডের মধ্যে একটি জলবিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দিলে পুরো ইতালির প্রায় ১২ ঘণ্টার বিদ্যুৎ চলে গিয়েছিল।