Published : 28 Apr 2025, 08:26 PM
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর অংশ হিসেবে সোমবার বিসিবিতে চিঠি পাঠানোর তথ্য দিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আকতারুল ইসলাম।
আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চিঠিতে ২৭ ধরনের তথ্য ও নথিপত্র চাওয়া হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে সেগুলো সরবরাহ করতে বলা হয়েছে।
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক পাপনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলা হয়েছে, তিনি বিসিবি ও সরকারি অর্থের অপব্যবহার করে নিজ ও পরিবারের সদস্যদের নামে ‘দেশে-বিদেশে বিপুল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ’ অর্জন করেছেন। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তাদের যোগসাজশে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন।
সরকারের পালাবদলের পর গত ১৮ মার্চ দুদক আনুষ্ঠানিকভাবে পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর ঘোষণা দেয়। কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেছিলেন, বিসিবির সভাপতি থাকাকালে পাপনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
এর আগে ১৬ মার্চ নাজমুল হাসান, তার স্ত্রী রোকসানা হাসান, মেয়ে সুনেহরা রহমান, রুশমিলা রহমান এবং ছেলে রাফসান হাসানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।
দুদকের পক্ষ থেকে আদালতে এ বিষয়ক আবেদনে বলা হয়, পাপন সরকারি অর্থ ও বিসিবির তহবিল আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
অভিযোগ অনুসন্ধানে দুদক মার্চের মাঝামাঝিতে কমিশনের উপপরিচালক সাইদুজ্জামানকে দলনেতা করে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করে। অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক সুবিমল চাকমা।
যেসব নথিপত্র চাওয়া হয়েছে
পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণে পরামর্শক নিয়োগের প্রক্রিয়ায় পত্রিকায় প্রকাশিত ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) এর বিজ্ঞাপনের কপি, ইওআই ডকুমেন্ট অনুমোদনের চিঠি, ইওআই এর বিজ্ঞাপন, ইওআই এর সকল মূল্যায়ন প্রতিবেদন, পরামর্শকদের ইওআই জমাদানের রেকর্ড, ইওআই এর ফলাফল প্রকাশ পর্যন্ত যাবতীয় নথিপত্র, কারিগরি ও আর্থিক প্রস্তাব, ইওআই-তে যোগ্য ঘোষিত প্রতিষ্ঠানগুলোর তালিকা, প্রস্তাব নথি অনুমোদনের কপি, মূল্যায়ন মানদণ্ড, কারিগরি ও আর্থিক মূল্যায়ন প্রতিবেদন, এলওআই বা কার্যাদেশের কপি, পরামর্শক নিয়োগের ক্ষেত্রে কোনো নথি ও পদ্ধতি অনুসরণ করা হয়েছে তার রেকর্ড, পরামর্শক নিয়োগের গোপন ব্যয় নিরূপণ সংক্রান্ত নথি ও সম্পাদিত চুক্তিপত্রসহ সকল রেকর্ডপত্রের সত্যায়িত অনুলিপি।
পূর্বাচল স্টেডিয়াম নির্মাণে কোন পদ্ধতিতে ঠিকাদার নিয়োগ করা হয়েছে (পূর্ব যোগ্যতা যাচাই বা দুই খাম পদ্ধতি বা এক খাম পদ্ধতি) তার উল্লেখসহ পদ্ধতি অনুমোদনের কপি, অনুমোদিত দরপত্র নথি, অনুমোদিত দরপত্রের বিজ্ঞপ্তির কপি, পত্রিকায় প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তির কপি, জমা করা সকল দরপত্রের কপি, কারিগরি ও আর্থিক মূল্যায়ন প্রতিবেদন, দরপত্র অনুমোদনের চিঠি, কার্যাদেশ (এনওএ) এবং চুক্তিপত্রের কপি, ভূমি উন্নয়ন কাজের বিল পরিশোধ সংক্রান্ত যাবতীয় নথিপত্র (প্রি-সেকশন ও পোস্ট সেকশনের কপিসহ), বিল পরিশোধের কার্যাদেশের পরিমাণের সঙ্গে সম্পন্ন করা কাজের যদি কোনো পার্থক্য থাকে তার অনুমোদন কপি, অনুমোদিত মূল ব্যয় নিরূপণ ও (যদি থাকে) সংশোধিত অনুমোদিত ব্যয় নিরূপণ কপি, প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) এর কপি, প্রকল্প অনুমোদনপত্র, বিদেশ থেকে আমদানিকৃত মালামালের আমদানির নথি এবং স্টেডিয়াম নির্মাণের জমি ক্রয় বা অধিগ্রহণ সংক্রান্ত রেকর্ডপত্রের সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছে।
আরও চাওয়া হয়েছে-নাজমুল হাসান পাপনের দায়িত্ব পালনকালে বিসিবির আয়ব্যয় সংক্রান্ত অডিট প্রতিবেদন এবং আইসিসি ও এসিসি থেকে লভ্যাংশ প্রদান সংক্রান্ত নীতিমালার সত্যায়িত কপি, লজিস্টিকস ও প্রটোকল বাবদ খরচের বিবরণ ও রেকর্ডের সত্যায়িত কপি, বিপিএল বাবদ খরচের বিবরণ এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত কপি, বিদেশি কোচ নিয়োগে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নাম ও ঠিকানা, বিদেশি কোচ নিয়োগের নীতিমালা এবং সম্মানী বা বেতন-ভাতা পরিশোধের রেকর্ডের সত্যায়িত অনুলিপি, বিসিবির অর্থ বিভাগ, লজিস্টিকস ও বিপিএল দেখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিস্তারিত ব্যক্তিগত তথ্যসহ ঠিকানা সংক্রান্ত তথ্য।
কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক এমপি পাপনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ নামের প্রকল্পে ব্যয় করা অর্থের রেকর্ডপত্র ও নোটশিট, এ আর রহমানের কনসার্ট সংক্রান্ত রেকর্ডপত্র ও নোটশিট, বঙ্গবন্ধু বিপিএল (২০১৯) আয়োজনে ব্যয় করা অর্থের রেকর্ডপত্র ও নোটশিট, অডিট ফার্মের তালিকা ও বিল পরিশোধ সংক্রান্ত রেকর্ডের সত্যায়িত কপি, বিসিবির কার্যাদেশপ্রাপ্ত প্রকল্পসমূহের বিস্তারিত তালিকা (অর্থবছর, প্রকল্পের নাম ও আইডি নম্বর, বরাদ্দকৃত ও পরিশোধিত অর্থ, কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম-ঠিকানা ও মন্তব্যসহ) প্রয়োজন।
পাপনের দায়িত্বকালে বার্ষিক সাধারণ সভাগুলোর খরচের রেকর্ডপত্রের সত্যায়িত কপি, ক্রিকেটের তৃতীয় বিভাগ বাছাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ক্লাবসমূহের তালিকা এবং বাছাই কমিটির কার্যপরিধির (টিওআর) সত্যায়িত কপি, ২০১২-১৩ অর্থবছর হতে ২০২২-২৩ পর্যন্ত বিসিবির পরিচালনা পরিষদের সভার সংখ্যা এবং খাতভিত্তিক খরচের তালিকা ও অডিট প্রতিবেদন চাওয়া হয়েছে।
এছাড়া বিসিবির অর্থায়নে বিদেশে ভ্রমণকারী কর্মকর্তা বা কর্মচারীদের বিস্তারিত তালিকা, তাদের ব্যয় বিবরণী ও বিদেশ ভ্রমণ সংক্রান্ত নীতিমালার সত্যায়িত কপি, ক্রিকেট ম্যাচ দর্শনের জন্য হেলিকপ্টার ব্যবহারের খরচের রেকর্ড এবং সভাপতির হেলিকপ্টার ব্যবহারের নীতিমালাসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত কপি, এবং স্টেডিয়াম নির্মাণ, সংস্কার ও শোভা বৃদ্ধি সংক্রান্ত উন্নয়ন কাজের তালিকা ও সকল সংশ্লিষ্ট টেন্ডার ডকুমেন্টস থেকে বিল পরিশোধ পর্যন্ত রেকর্ডপত্রের সত্যায়িত কপি দেওয়ার জন্য দুদকের তরফে অনুরোধ করা হয়েছে।