Published : 28 Apr 2025, 07:22 PM
প্রবাসীদের ভোট দেওয়ার সম্ভাব্য পদ্ধতি- পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং নিয়ে অংশীজনদের সঙ্গে সেমিনার করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
সেমিনারে এসব পদ্ধতির স্বচ্ছতা, ধরন, নিরাপত্তা, মান ও আইনি চ্যালেঞ্জসহ নানা বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হবে।
মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে হবে এ সেমিনার। সেখানে রাজনৈতিক দল, সংবাদমাধ্যমের সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ প্রায় ১০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনারও সেখানে উপস্থিত থাকবেন।
ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নিরাপদ ভোটিং সিস্টেমের সম্ভাব্যতা যাচাই, উন্নয়ন এবং উন্নত করার বিষয়ে আলোচনা করতে এ সেমিনার আয়োজন করেছে ইসি সচিবালয়।
এ এম এম নাসির উদ্দিনের কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোট পদ্ধতি নিয়ে গত ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজকল্যান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালা করে।
সেখানে তিনটি পদ্ধতি- পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং নিয়ে আলোচনা হয়।
এরপর ইসি সচিবালয় নির্বাচন সংশ্লিষ্ট প্রযুক্তিবিদদের নিয়ে ‘অ্যাডভাইজরি টিম’ গঠন করে।
এমআইএসটি, ঢাবি ও বুয়েট তিনটি পদ্ধতি নিয়ে তিনটি প্রতিবেদনও দেয় কমিশনে।
এসব প্রতিবেদনে পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং পদ্ধতির ভালো-মন্দ নানা বিষয় তুলে ধরা হয়।
আরও পড়ুন-
অংশীজনরা মত দিলে স্বল্প পরিসরে 'প্রক্সি ভোট': ইসি
প্রবাসীদের ভোট: ৩ প্রতিষ্ঠানের প্রতিবেদন জমা, অংশীজনের মতামত নেবে ইসি
প্রবাসীদের ভোট: পদ্ধতি ঠিক করতে দলগুলোর সঙ্গে মঙ্গলবার বসছে ইসি