Published : 16 Oct 2024, 10:41 AM
‘প্রাণ টিকিয়ে রাখতে’ বলিউডি নায়ক সালমান খানকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছে ‘ক্ষমা চেয়ে নেওয়ার’ পরামর্শ দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা।
আনন্দবাজার লিখেছে, বিজেপির রাজ্যসভার সাংসদ হরনাথ সিংহ যাদব এক্সে সালমানকে উদ্দেশ্য করে লিখেছেন, “যে কৃষ্ণসার হরিণকে বিষ্ণোই সমাজ দেবতা মনে করে পূজা করে, প্রিয় সালমান খান সেই হরিণ শিকার করেছেন এবং মাংস রান্না করে খেয়েছেন। এতে বিষ্ণোই সমাজের ভাবাবেগে আঘাত লেগেছে।
“মানুষ মাত্রই ভুল হয়। আপনি বড় অভিনেতা, দেশের এত মানুষ আপনাকে সম্মান করেন। আমার পক্ষ থেকে আপনার প্রতি আমার পরামর্শ হল বিষ্ণোই সমাজের কাছে নিজের এই ভুলের জন্য আপনার ক্ষমা চেয়ে নেওয়া উচিত।’’
মুম্বাইয়ের শহরতলি বান্দ্রায় দশেরার বাজি ফোটানোর সময় তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করা হয় শনিবার রাতে। পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে কুখ্যাত বিষ্ণোই গ্যাং।
বাবা সিদ্দিকী।সালমানের সঙ্গে বাবা সিদ্দিকীর ঘনিষ্ঠতার কারণে এই হত্যাকাণ্ডে বিষ্ণোই গ্যাংয়ের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ করছিল পুলিশ।
বলিউডি তারকাদের সঙ্গে বাবা সিদ্দিকীর যোগাযোগ ছিল নিবিঢ়। রোজার মাসে তার দেওয়া ইফতার পার্টি পরিণত হয়েছে বলিউড তারকাদের মিলনমেলায়।
একটা সময়ে বিশেষ কারণে সালমান ও শাহরুখ খান একে অপরে এড়িয়ে চলতে শুরু করেছিলেন, পরে ২০১৩ সালে এই নেতার আয়োজন করা ইফতার পার্টিতেই ‘মানভঞ্জন’ হয় দুই খানের।
সালমান-শাহরুকে দু’পাশে নিয়ে তোলা বাবা সিদ্দিকীর সেই ছবি স্মরণীয় হয়ে আছে বলে মনে করেন অনেকেই।
বাবা সিদ্দিকের মৃত্যুর খবর পেয়ে ওই রাতেই হাসপাতালে ছুটে যান সালমান। এই ঘটনার পর রিয়েলিটি শো ‘বিগ বস’র শুটিংয়ের কাজও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন নায়ক। এছাড়া নিজের তার বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরেও নিরাপত্তাও আরো জোরদার করেছেন ভাইজান।
সালমান আগে থেকেই বুলেটপ্রুফ গাড়িতে চড়তেন। নতুন করে সেই গাড়ির পেছনে থাকবে পুলিশের গাড়ি এবং অস্ত্রধারী দুই কনস্টেবল।
এই লরেন্স বিষ্ণোই সালমানকে বছরের পর বছর ধরে কেবল লাগাতার খুনের হুমকি দিয়েই চুপ থাকেনি, নিজে কারাবন্দি থাকলেও নায়কের বাড়ির সামনেও কয়েক মাস আগে গুলি ছুড়ে পালিয়েছে তার দলের লোকেরা।
এবং সোশাল মিডিয়ায় তার দলের পক্ষ থেকে একাধিকবার সালমানকে হুমকি দিয়ে বলা হয়েছে, ‘এর শেষ দেখে ছাড়বে তারা’।
আরও পড়ুন: