‘হাউ সুইট’ সিনেমাটি আগামী বছর ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি দেওয়া হবে ওটিটিতে।
Published : 17 Oct 2024, 07:17 PM
নির্মাতা কাজল আরেফিন অমির নির্মাণে ওয়েব সিনেমা ‘হাউ সুইট’- এ জুটি বাঁধছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।
বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের প্রযোজনায় সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের সময়।
অমি বলেন, "এটি একটি রোমান্টিক কমেডি সিনেমা। রোমান্টিক কোনো গল্প ভাবলেই চোখ বন্ধ করে আমার মাথায় অপূর্বর নাম চলে আসে। আর ফারিণের সঙ্গে এর আগেও কাজের অনেক অভিজ্ঞতা আছে। আশা করছি আমরা সবাই মিলে চেষ্টা করব পরিপূর্ণ রোমান্টিক কমেডি সিনেমা বানানোর জন্য। যেটা দেখে দর্শক মজা পাবে, উপভোগ করবে।"
অপূর্ব বলেন, "অনেক দিন পর অমির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আমি সিনেমার গল্পটা শুনেই খুব উচ্ছ্বসিত হয়ে যাই কবে কাজটি শুরু করব এটা ভেবে। তাছাড়া তিন বছর হয়ে গেছে ওটিটিতে ফারিণের সঙ্গে কোনো কাজ নেই। সবমিলিয়ে ‘হাউ সুইট’ নিয়ে আমি খুব আশাবাদী। অমির আগের কাজগুলো দেখে দর্শক যেমন উপভোগ করেছে, এবারও তেমনটা হবে। এটা নাচে, গানে ভরপুর খুব সুন্দর একটি সিনেমা হতে যাচ্ছে।"
তাসনিয়া ফারিণ বলেন, "অমি ভাইয়ের পরিচালনায় অনেক কাজ হয়েছে আমার। এ ছাড়া অপূর্ব ভাইয়ের সঙ্গেও অনেক নাটকে অভিনয় করেছি। তবে ওটিটিতে এটা আমাদের দ্বিতীয় কাজ। আশা করছি ‘হাউ সুইট’ এর মাধ্যমে নতুনভাবে দর্শক আমাদের দেখবে।"
আগামী নভেম্বর থেকে ঢাকা, বরিশাল এবং দেশের বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং হবে।