সিরিজটি নির্মাণ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা পার করতে হয়েছে ভিকিকে।
Published : 06 Oct 2024, 10:03 PM
যে গল্প পরিচালক ভিকি জাহেদ লিখেছিলেন টেলিভিশনের জন্য, সেটি আলোর মুখ দেখতে চলেছে ওয়েব সিরিজ হিসেবে।
‘চক্র’ নামের ভিকির সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আগামী ১০ অক্টোবর।
সিরিজ মুক্তিকে সামনে রেখে নির্মাণের পেছনের গল্প শোনাতে শনিবার চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক ভিকি জাহেদ ও প্রধান দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। এছাড়াও ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।
ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা ‘চক্রের’ চিত্রনাট্যে তুলে আনেন পরিচালক ভিকি জাহেদ।
‘জাহেদ বলেন, "ওই আত্মহত্যার ঘটনার পরপর ব্যাপারটা আমার মনের উপর প্রভাব ফেলেছিল। তখন থেকেই ঘটনাটি মাথায় থেকে যায়।
"পরে যখন থেকে নির্মাণকে পেশা হিসেবে নিই, তখন থেকে ইচ্ছে ছিল ঘটনাটি নিয়ে কাজ করার। সে জায়গা থেকেই ‘চক্র’র জন্ম। তবে এটি হুবুহু সে ঘটনার চিত্রায়ন নয়। ওই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা নিজেদের মত কাল্পনিক একটা গল্প চক্রতে বলেছি।"
সিরিজটি নির্মাণ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা পার করতে হয়েছে এই পরিচালককে। সেই ক্রান্তিকাল নিয়ে জাহোদ বলেন, "রহস্যজনক ঘটনার গল্পে যেমন চক্র নির্মিত হয়েছে তেমনই শুটিংয়ে নেমেও যেন পুরো টিমকে পড়তে হয়েছে নানা রহস্যময় ও ব্যাখ্যাতীত কাণ্ডে!। কিছুদিন পরপরই শুটিং স্থগিত হয়ে হয়েছে। নানা কারণে একটানা শুটিং করা সম্ভব হয়নি। পাশাপাশি ছিল প্রিয়জনের মৃত্যু! প্রোডাকশনের সঙ্গে জড়িত বেশ কিছু মানুষ পৃথিবী ছেড়ে চলে যান।"
একই কথা জানিয়ে অভিনেত্রী ফারিণ বললেন, "এই শুটিংয়ের সময় যত বাধাবিপত্তির মুখোমুখি হয়েছি, জীবনে আর কখনও এমনটি হয়নি।“
গত তিন বছর ধরে পুরান ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় হয়েছে চক্রের শুটিং।
এতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, এ কে আজাদ সেতুসহ কয়েকজন।