আগামী ২৩-২৫ জানুয়ারি আর্মি স্টেডিয়ামে বসবে লোকসংগীতের এই আসর।
Published : 27 Oct 2024, 07:26 PM
পাঁচ বছরের বিরতি ভেঙে আবারও মঞ্চে ফিরছে ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’।
আর্মি স্টেডিয়ামে আগামী বছরের জানুয়ারিতে হবে তিন দিনব্যাপী এই লোকসংগীতের উৎসব।
আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফোক ফেস্ট আয়োজনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে আমরা ভেন্যু বরাদ্দও পেয়েছি। তাই এটা এখন বলা যায়, আগামী জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের আসর বসবে।”
আয়োজনের সবকিছু চূড়ান্ত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন বলে জানান তানভীর।
“জানুয়ারিতে হচ্ছে এই উৎসব। কারা উৎসবে শিল্পী থাকছেন, শ্রোতা-দর্শকরা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, সব প্রক্রিয়া সংবাদ সম্মেলনে জানানো হবে।”
২০১৯ সাল পর্যন্ত টানা পাঁচবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ লোকসংগীতের আসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। তবে করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে বন্ধ রয়েছে এই আয়োজন।
বাংলা লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।
এরই ধারাবাহিকতায় তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠে উৎসবটি। এই উৎসবে বাংলাদেশের লোকগানের শিল্পীদের পাশাপাশি গান করেন বিভিন্ন দেশের একাধিক কণ্ঠশিল্পী।