ঐন্দ্রিলা লিখেছেন, “নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা”
Published : 01 Jan 2025, 10:00 PM
ভারতের পশ্চিমবঙ্গের দুই অভিনয় শিল্পী অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের এক যুগের বেশির সময়ের বন্ধুত্ব ও প্রেমের খবর অজানা নয়। কবে তারা সাত পাকে বাঁধা পড়ছেন সেই খবর জানতে কৌতূহলী তাদের অনুরাগীরা।
অবশেষে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নতুন একটি ভিডিও ওই প্রশ্নের উত্তর দিয়েছে।
পোস্টে রঙ্কিম হৃদয়ের চিহ্ন দিয়ে ঐন্দ্রিলা লিখেছেন, “নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পথ। সব থেকে লম্বা পথ।“
ভিডিওতে ঐন্দ্রিলা বলছেন, “আমাদের দুজনের একসঙ্গে পথ হাঁটা শুরু প্রায় ১৩ বছর আগে। খুনসুটি, হাসি, মজা আর নিজেদের কাজ নিয়ে দিব্যি সময় কেটে যাচ্ছে আমাদের। আজকাল সবার একটাই কথা, বিয়ের সাজে কবে দেখতে পাব তোমাদের?”
ভিডিওতে দেখা গেছে বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে অঙ্কুশ-ঐন্দ্রিলার।
আনন্দবাজার লিখেছে, বিয়ের পোশাকের দায়িত্ব নিতে চলেছেন পোশাকশিল্পী অভিষেক রায়।
এই শিল্পীর পোশাক সম্ভার থেকে নীল বেনারসি, সোনালি জরিতে বোনা শাড়ি এবং বিয়ের গয়না বেছে নিতে দেখা গিয়েছে ঐন্দ্রিলাকে।
বিয়ের দিন নায়ককে দেখা যাবে ধুতি-পাঞ্জাবিতে।আর প্রীতিভোজের দিন তিনি সাজতেও পারেন কালো শেরোয়ানিতে।
এসব বিষয় জানতে অঙ্কুশ ও ঐন্দ্রিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা সাড়া দেননি বলে জানিয়েছে আনন্দবাজার।
ঐন্দ্রিলা অভিনয়ে পা রেখেছিলেন শিশু বয়সে; আর অঙ্কুশের শুরুটা নায়ক হিসেবে।
ঐন্দ্রিলা মূলত সিরিয়ালের অভিনেত্রী। তবে এই জুটি একসঙ্গে কাজ করেছেন ‘ম্যাজিক’ সিনেমায়।