“সংস্কৃতিকে অবহেলা করে কখনো মননশীল জাতি গড়ে তোলা যায় না।”
Published : 06 Jun 2024, 08:44 PM
প্রস্তাবিত বাজেট নিয়ে হতাশা প্রকাশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও উদীচী শিল্পীগোষ্ঠী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, তাতে সংস্কৃতি মন্ত্রণালয়কে ৭৭৯ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। বিদায়ী অর্থবছরে এ মন্ত্রণালয়ের সংশোধিত বাজেটের পরিমাণ ৭৬৪ কোটি টাকা।
দেড় দশক ধরে সংস্কৃতি খাতে বরাদ্দের হার ০.০৯ থেকে ০.১৬ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থেকেছে উল্লেখ করে উদীচী এক বিবৃতিতে বলছে, গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের বাজেটেও সংস্কৃতি খাতকে চরমভাবে অবহেলা করা হয়েছে।
দেশের বৃহত্তম এই সাংস্কৃতিক সংগঠন বলছে, “একদিকে উন্নয়নের নামে লুটপাট বাণিজ্য, অর্থ পাচার; অন্যদিকে পুঁজিবাদী অর্থনীতির গর্ভজাত ভোগবাদ, সাম্প্রদায়িক সন্ত্রাস, মৌলবাদী গোষ্ঠীর তাণ্ডব জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এর বিরুদ্ধে সাংস্কৃতিক গণজাগরণ এখন সময়ের প্রয়োজন- যাকে কেন্দ্র করেই উৎসারিত হবে নবীন চিত্রকলা, সংগীত, নাটক, কাব্য।
“কিন্তু তার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং সদিচ্ছা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। অর্থনৈতিক পরিবেশ সৃষ্টিতে তাই, বিগত কয়েক বছর ধরে দাবি উঠছে সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের ন্যুনতম ১ শতাংশ বরাদ্দ দেয়ার। কিন্তু এবারও সেই দাবি উপেক্ষিত হয়েছে।”
এদিকে পৃথক বিবৃতিতে সাংস্কৃতিক জোট বলছে, “নির্বাচনী ইশতেহারে ঘুষ-দুর্নীতি-সাম্প্রদায়িকতামুক্ত আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয়ের কথা আওয়ামীলীগ বলেছিল- ঘোষিত বাজেটে সে কর্মসূচি বাস্তবায়নের জন্য নীতি-আদর্শ-নৈতিক মূল্যবোধসম্পন্ন আধুনিক প্রগতিবাদী বিজ্ঞানমনস্ক মানুষ গড়ার কোনো পরিকল্পনা দৃশ্যমান নয়।”
সংস্কৃতিকে অবহেলা করে কখনো মননশীল জাতি গড়ে তোলা যায় না মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, “তৃণমুল থেকে রাজধানী পর্যন্ত একটি সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলার জন্য সদিচ্ছার পাশাপাশি অবকাঠামোগত সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।”
উপজেলা পর্যায়ে মিলনায়তন ও মুক্তমঞ্চ নির্মাণ, প্রত্যেক জেলা শহর ও রাজধানীতে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন মিলনায়তন ও মহড়া কক্ষ নির্মাণ, জেলা ও উপজেলা পর্যায়ে নাটক, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও চারুকলার স্থায়ী প্রশিক্ষক নিয়োগ এবং অসচ্ছল শিল্পীদের বাস্তবসম্মত সম্মানী প্রদানের জন্য দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসছে সাংস্কৃতিক জোট।
বাজেট পাস হওয়ার আগেই এসব বিষয় পুনর্বিবেচনার দাবি জানিয়েছে জোটটি।