শুক্রবার দুপুর ৩টায় চ্যানেল আইয়ে দেখা যাবে টেলিফিল্ম ‘তোমাকে ভালোবাসার পর’।
Published : 06 Dec 2024, 12:31 PM
‘বিউটি সার্কাস’ সিনেমার নির্মাতা মাহমুদ দিদার সম্প্রতি তার ছোটগল্প ‘অল্টারনেটিভ’ অবলম্বনে নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘তোমাকে ভালোবাসার পর’।
শুক্রবার দুপুর ৩টায় চ্যানেল আইয়ে দেখা যাবে টেলিফিল্মটি। এতে জুটি বেঁধেছেন সফল খান ও রিয়া মণি নামের নতুন দুই তরুণ মুখ।
টেলিফিল্মের গল্পে দেখা যাবে, মধ্যবিত্ত পরিবারের ছেলে সফল অদ্ভুত এক জীবন যাপন বেছে নিয়েছেন। যে জীবনে মোবাইল ফোন ব্যবহার সফলের পছন্দ নয়।আর এ জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায়ই র্যাগিংয়ের শিকার হতে হয় তাকে।
এদিকে সফলের এই আচরণকে অবান্তর মনে করেন তারই সহপাঠী রাফা। রাফা সফলের বিপরীত, বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ে মেতে থাকে সব সময়। ধীরে ধীরে মাদকে আসক্ত হয়ে পড়ে রাফা। ঘটনাক্রমে রাফার জীবন জড়িয়ে যায় সফলের সঙ্গে।
হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায় রাফা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও পায় না তাকে। একপর্যায়ে রাফাকে অপহরণ করার জন্য সফলকে সন্দেহ করা হয়। তদন্তে নামে পুলিশ।
টেলিফিল্মটি নিয়ে মাহমুদ দিদার জানিয়েছেন,"নতুনদের নিয়ে কাজ করার প্রবণতা একেবারে শুরু থেকেই ছিল। আশা করছি দর্শক কাজটা ভালোভাবেই নেবে। দুইজন তরুণ অভিনেতা দুর্দান্ত কাজ করেছে।"
সফল খান বলেন, "আমার কাছে কাজটি দারুণ এক্সপেরিয়েন্স। মোবাইলহীন একটা লাইফ কেমন হতে পারে তা পুরোদমে উপভোগ করলাম শুটিংয়ে গিয়ে। তিনদিন মোবাইল টাচই করিনি শুটিংয়ের সময়ে।"
“আমি বাস্তব জীবনে যেমন ঠিক তেমনই এক চরিত্র করেছি। আশা করছি কাজটা সকলের পছন্দ হবে”, বলেন রাফা চরিত্রে অভিনয় করা রিয়া মণি।
টেলিফিল্মে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তুহিন রহমান, খন্দকার হিমেল, প্রেসিডেন্ট মহিয়ান দৃশ্য।