১১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জেমস গান পরিচালিত এই সিনেমাটি।
Published : 30 Jan 2025, 09:05 PM
একমাসের ব্যবধানে হলিউডি সিনেমা ‘সুপারম্যানের’ নতুন টিজার প্রকাশ হয়েছে। ৩০ সেকেন্ডের এই টিজার দেখিয়েছে কাঁচের ক্যাপসুল ভেঙে বেরিয়ে আসছে সুপারম্যান, পতাকা তুলে ধরা একটি শিশুর গল্প, প্রেমিকার সঙ্গে আলিঙ্গনরত সুপারম্যানসহ আরো কিছু দৃশ্য।
সুপারম্যান চরিত্রে এবার অভিনয় করেছেন ডেভিড করেনসওয়েট।
২০১৩ সালের 'ম্যান অব স্টিল' এবং এর স্পিন অব সিনেমাগুলোতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা হেনরি ক্যাভিল।
২০২২ সালে এই চরিত্রে ক্যাভিল ফের ফেরার ঘোষণা দিলেও গান ও প্রযোজক পিটার স্যাফরান ডিসির নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর, এই চরিত্রে করেনসওয়েটকে নির্বাচন করেন
১১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জেমস গান পরিচালিত এই সিনেমাটি।