কনসার্টের টিকেট বিক্রিতে কালোবাজারির অভিযোগ উঠেছে; ২৫ থেকে ৩৫ হাজার রুপির টিকেট বিক্রি হচ্ছে ৯ লাখ রুপিতে।
Published : 03 Oct 2024, 01:15 PM
ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে তাদের 'মিউজিক অব দ্য স্ফিয়ার্স' ট্যুরের তিনটি শো করতে আগামী বছরের জানুয়ারিতে যাচ্ছে মুম্বাইয়ে। সেই কনসার্টের টিকেট নিয়ে ভারতে শুরু হয়েছে তুলকালাম।
এরই মধ্যে কনসার্টের টিকেট বিক্রিতে কালোবাজারির অভিযোগ উঠেছে। ২৫ থেকে ৩৫ হাজার রুপির টিকেট বিক্রি হচ্ছে ৯ লাখ রুপিতে!
সিএনএন লিখেছে, ২০১৬ সালের পর আবারও ভারতে গাইতে আসছে কোল্ডপ্লে। টিকেট বিক্রির দায়িত্বে রয়েছে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম বুকমাইশো।
এই কনসার্ট নিয়ে উচ্ছ্বসিত পুরো ভারতের সংগীতপ্রেমিরা। ফলে অনেকেই টিকেটের জন্য অপেক্ষায় ছিলেন। গত ২২ সেপ্টেম্বর দুপুর ১২টায় বুকমাইশো যখন অগ্রিম টিকেট বিক্রি শুরু করে, একসঙ্গে বহু মানুষ সাইটে ঢোকার চেষ্টা করায় সাইট ক্র্যাশ করে।
সব সামলে নিয়ে টিকেট বিক্রি শুরু হলেও সব টিকেট শেষ হয়ে যায় অল্প সময়ের মধ্যে। টিকেট না পেয়ে নানা অভিযোগ করতে থাকেন অনুরাগীরা। অভিযোগ ওঠে, বুকমাইশো প্ল্যাটফর্মে টিকেট না মিললেও কালোবাজারে পাঁচগুণ বেশি দামে কনসার্টের টিকেট বিক্রি হচ্ছে।
মুম্বাইয়ের ল ফার্ম ভার্টিসেস পার্টনার্সের প্রতিষ্ঠাতা ও আইনজীবী অমিত ব্যাস ওয়েবসাইটে টিকেটের জন্য অপেক্ষায় ছিলেন। তিনি টিকেট না পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, মুম্বাই এবং মুম্বাইয়ের বাইরে পরিচিত এমন একজনকেও তিনি পাননি, যিনি টিকেট পেয়েছেন।
“আমি দিল্লিতে আমার বন্ধুদেরও কল করেছি, তারাও টিকেট পায়নি। তাহলে টিকেট পেয়েছে কারা? এটা অনুসন্ধান করা হোক।"
এই অভিযোগের প্রেক্ষিতে বুকমাইশোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশীষ হেমজারানিকে তলব করেছিল মুম্বাই পুলিশ। কালোবাজারে টিকেট বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
পরে বুকমাইশোর এক বিবৃতিতে বলা হয়, ভারতের আইনে কালোবাজারে টিকেট বিক্রি দণ্ডনীয় অপরাধ। বুকমাইশো সব সময় কালোবাজারির বিরুদ্ধে। ওই অভিযোগের তদন্তে তারা সব ধরনের সহযোগিতা করবে।