“আমি বলেছিলাম, আমরা সব খাই। পারলে পুরো গাছটাই কেটে খেয়ে নিই।“
Published : 01 Jan 2025, 05:03 PM
হিন্দি সিনেমার পরিচালক সুজিত সরকার তার মম্বাইয়ের বাড়িতে এবং শুটিংয়ের সময়ও নিজেই কেবল বাঙালি খাবার খেয়ে থাকেন তা নয়, টিমের লোকজনকেও বাড়ির খাবার খাবার খাওয়ান তিনি।
তেমনই খাওয়ার দাওয়ার একটি দিনে নায়িকা হিন্দি সিনেমার দীপিকা পাড়ুকোনকে পরিচালক খাইয়েছিলেন কুমড়ো ফুলের বড়া।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে এ কথা বলেছেন পরিচালক সুজিত।
তিনি বলেছেন, শুটিং শেষে একদিন তারা খেতে বসেছিলেন। ওই সময় সুজিত নায়িকার প্লেটে কুমড়ো ফুলের বড়া তুলে দেন।
সুজিত বলেন, “দীপিকা আমাকে জিজ্ঞেস করেছিলেন এটা কী? আমি যেই বললাম, কুমড়ো ফুল ভাজা। অমনি দীপিকার চক্ষু চড়কগাছ।বলল ফুল! আরে তোমরা ফুলও খাও?
“আমি বলেছিলাম, আমরা সব খাই। পারলে পুরো গাছটাই কেটে খেয়ে নিই।“
সুজিতের ভাষ্য, অবাক হলেও কুমড়ো ফুল ভাজা খেতে মন্দ লাগেনি অভিনেত্রীর। নতুন স্বাদের এই খাবার নাকি তার ভালোই লেগেছিল।
এই খবর জানানোর পাশাপাশি দীপিকার খাদ্যাভ্যাসও তুলে ধরেছে এই সংবাদমাধ্যমটি। ‘এই সময়’ লিখেছে লেবুর শরবত দিয়ে দীপিকার সকাল শুরু হয়। কুসুম গরম সেই শরবতে মধু মেশানো থাকে।
সকালের নাশতায় কাঠবাদাম ও দুইটি ডিমের সাদা অংশ থাকে; আরো থাকে দক্ষিণী কোনো আইটেম, যেমন ইডলি, উপমা, দোসাও পছন্দ করেন দীপিকা। দুপুরে বেশিরভাগ সময়ে দক্ষিণী খাবার থাকে তার মেন্যুতে। প্রায়ই খান রসম বা ডাল মেশানো ভাত।
সন্ধ্যায় দীপিকা এক পেয়ালা কফি পান করেন। রাতে ভাত বা ভারি খাবার এড়িয়ে রুটি-সবজি বা সালাদে কাজ সারেন নায়িকা।
মাঝে মধ্যে মাছও থাকে দীপিকার খাদ্য তালিকায়।
তবে যে কোনো মৌসুমী ফল দীপিকা পছন্দ করেন।