শুক্রবার দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।
Published : 20 Dec 2024, 03:15 PM
মিশর ও ভারতের চলচ্চিত্র উৎসব ঘুরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ মুক্তি পেয়েছে দেশের ২০টি প্রেক্ষাগৃহে।
শুক্রবার সিনেমাটি মুক্তি পেয়েছে জানিয়ে এর পরিচালক শঙ্খ দাশগুপ্ত স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি মল, সীমান্ত সম্ভার, এসকে টাওয়ার, সনি স্কয়ার ও বালি আর্কেডে সিনেমাটি দেখান হচ্ছে।
এছাড়া যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমা হল, আনন্দ সিনেমা হল, বিজিবি সিনেমা হলসহ ঢাকার বাইরের বেশকিছু প্রেক্ষাগৃহেও সিনেমাটি এসেছে।
ঢাকার বাইরের হলগুলো হল নারায়ণগঞ্জ সিনেস্কোপ, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটার, রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ, বগুড়ার মধুবন সিনেপ্লেক্স, দিনাজপুরের মডার্ন সিনেমা হল, ফরিদপুরের বনলতা সিনেমা, চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হল, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স, বগুড়ার মম ইন সিনেমা হল।
শাঁখারীবাজারের একটি পরিবারের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’।
সিনেমার গল্পে মেহজাবীনকে দেখা যাবে মালতী রানী দাশ নামের নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে। যিনি পলাশ কুমার দাশ নামের এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন।
যে জীবনে বিবাহবার্ষিকীতে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় ঘোরাঘুরি, একে অন্যকে উপহার দেওয়া নেওয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি, মান-অভিমান সবকিছুই চলছিল।
তবে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনায় তাদের জীবনের ছন্দ পতন হয়। সেদিন কী ঘটেছিল সেটাই সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা শঙ্খদাশ গুপ্ত।
সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।
এটি প্রযোজনা করেছেন ‘ফ্রেম পার সেকেন্ড’ এবং সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’।
গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকার শাঁখারি বাজার -বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় ‘প্রিয় মালতী’র শুটিং হয়েছে।
কিছুদিন আগে মিশনের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় ‘প্রিয় মালতী’র প্রদর্শনী হয়েছে।
আরও পড়ুন:
সিনেমার 'পোস্টারে ঢাকা' তনুর গ্রাফিতি, ক্ষমা চাইলেন মেহজাবীন
আজ কেবল আমি প্রশ্ন করব, বললেন মেহজাবীন
অবশেষে মেহজাবীনের 'প্রিয় মালতী' দেশের প্রেক্ষাগৃহে
এবার দেশের দর্শকদের 'প্রিয় মালতী' দেখাবেন মেহজাবীন