'মিক্সটেপ' অ্যালবামে চারটি গান রয়েছে।
Published : 17 Feb 2025, 11:00 AM
প্রকাশ্যে এসেছে তরুণ শিল্পী রাফি আলমের চারটি গান নিয়ে তৈরি প্রথম অ্যালবাম 'মিক্সটেপ'।
গত ১২ ফেব্রুয়ারি রাফি আলমের ইউটিউব চ্যানেলসহ স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিকে প্রকাশ পেয়েছে অ্যালবামটি।
অ্যালবামটি প্রযোজনা করেছেন আরেক সঙ্গীতশিল্পী রায়েফ আল হাসান রাফা (অ্যাভয়েডরাফা ব্যান্ড)।
বিজ্ঞপ্তিতে রাফি জানিয়েছে, 'মিক্সটেপ' অ্যালবামে চারটি গান রয়েছে যা শ্রোতাদের নব্বই দশকের মিশ্র ক্যাসেট টেপের কথা মনে করিয়ে দিবে।
অ্যালবামের চারটি গানের একটি হল 'দেখেও কি দেখোনা'। রোমান্টিক এই গানের কথা লিখেছেন মৈত্রেয়ী দেবী, সুর ও কণ্ঠ দিয়েছেন রাফি আলম।
আরেকটি গান 'পালিয়ে যাই'। এটি রোমান্টিক সফট রক গান। গানের কথা, সুর ও কণ্ঠ রাফির।
অ্যালবামের বাকি দুটি গান হল 'উড়াল' ও 'বহুপথ'।
অ্যালবাম নিয়ে রাফি আলম বলেন, “আমি এমন গান শেয়ার করতে চেয়েছিলাম, যেগুলোতে হালকা কথা এবং সুর রয়েছে। যা শ্রোতারা গাড়ি চালানোর সময়, রেস্তোরাঁয় এবং পার্টি ও সমাগমে উপভোগ করতে পারেন।
"আমি আশা করি বেশিরভাগ শ্রোতা গানগুলোর সাথে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন কারণ এগুলো বিভিন্ন থিম এবং মেজাজের মধ্যে ভিন্নতা রাখে।"
আধুনিক রক ট্র্যাক গান উড়ালেরও কথা, সুর ও কণ্ঠ রাফির। 'বহুপথ' গানটি শিল্পী ব্ল্যাক জ্যাংয়ের সাথে গাওয়া হিপ-হপ ট্র্যাক। যা লিঙ্কিন পার্ক দ্বারা অনুপ্রাণিত এবং গানটির কথা ও সুর করেছেন মু রায়হান। কণ্ঠ দিয়েছেন রাফি।
সবগুলো গানের কম্পোজিশন, প্রযোজনা এবং মাস্টারিং করেছেন রায়েফ আল হাসান রাফা। মিক্সিং ইঞ্জিনিয়ার জেরিফ আহমেদ। যিনি ব্যান্ড তারকা মানাম আহমেদের ছেলে।