‘বাজিগর’ এর ৩০ বছর, অতীতে ডুব কাজলের

কাজল-শাহরুখের ‘বাজিগর’ মুক্তি পেয়েছিল দীপাবলীর দিন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2023, 01:15 PM
Updated : 13 Nov 2023, 01:15 PM

ত্রিশ বছর আগে দীপাবলীর দিনে মুক্তি পেয়েছিল হিন্দি সিনেমা ‘বাজিগর’, যে চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে আছে নায়িকা কাজলের অনেক ‘প্রথম’।

‘বাজিগর’ যে কেবল কাজলকে অভিনেত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল তা নয়, শাহরুখ খানের ক্যারিয়ারের বাঁক ঘুরিয়ে দিয়েছিল উন্নতির দিকে, পরিচিতি এনে দিয়েছিল অভিনেত্রী মডেল শিল্পা শেঠির জন্য। আর হিন্দি সিনেমার দর্শক পেয়েছিল শাহরুখ-কাজল জুটি।

নিজের অভিনয় জীবনের ‘সফল’ এই সিনেমার কিছু মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে স্মৃতিকাতর হয়েছেন কাজল, প্রকাশ করেছেন উচ্ছ্বাস।

তিনি লিখেছেন, “বাজিগরের ৩০ বছর। এই সিনেমার সঙ্গে আমার জীবনের একাধিক ‘প্রথম’ জড়িয়ে আছে। “

‘বাজিগর’ এর দুই নির্মাতাকে শ্রদ্ধা জানিয়ে কাজল বলেন, “আব্বাস ও মাস্তান ভাই আমাকে তাদের সন্তানের মত দেখতেন। কাজ করতে এসে প্রথমবার কোরিওগ্রাফার প্রয়াত সরোজির দেখা পেয়েছিলাম, সংগীত পরিচালক অনু মালিককে জীবনে প্রথম সামনাসামনি দেখি। শাহরুখের সঙ্গেও প্রথম দেখা। ভাবা যায়, একসঙ্গে কত কিছু ঘটেছে এই সিনেমায় কাজের সুযোগ পেয়ে।“

অল্প বয়সে হাতে ধরে কাজ শেখানোর জন্য সিনেমার কলাকুশলীদের ধন্যবাদ জানান কাজল।

“কত স্মৃতি আর মজার মুহূর্ত। আজও প্রতিটা গান এবং সংলাপ আমার মুখে হাসি ফোটায়,” বলেন অভিনেত্রী।

১৯৯৩ সালের ১২ নভেম্বর মুক্তি পাওয়া ‘বাজিগর’ সে বছর ব্লকবাস্টরের তালিকায় জায়গা করে নেয়। ‘বাজিগর’ তৈরি হয়েছিল হলিউডি সিনেমা ‘আ কিস বিফোর ডায়িং’ এর গল্প অবলম্বনে।

ক্যারিয়ারের ৩১ বছর পাড়ি দেওয়া কাজল ইদানিং বড় পর্দা রেখে মনোযোগী হয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে। চলতি বছরে ‘লাস্ট স্টোরিজ ২’ সিরিজ়ে কাজলের অভিনয় দর্শকপ্রিয় হয়েছে।

পাশাপাশি ‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজেও মুখ্য চরিত্রে কাজ করেছেন কাজল। শোনা যাচ্ছে, প্রথমবারের মত কলকাতার বাংলা চলচ্চিত্রেও কাজ করবেন তিনি।

আর শাহরুখ খান চলতি বছরে ‘পাঠান’ ও ‘জওয়ান’ এর মত এ দুইটি রেকর্ড গড়া সিনেমা উপহার দিয়েছেন বলিউডকে। আগামী মাসে হলে মুক্তি পেতে যাচ্ছে এই নায়কের তৃতীয় সিনেমা ‘ডানকি’।