নতুন অ্যালবামের চারটি গানের মধ্যে দুইটি কোরিয়ান ভাষায় ও দুইটি ইংরেজি ভাষায় গেয়েছেন জিসু।
Published : 18 Feb 2025, 07:21 PM
দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের ব্যান্ড ‘ব্ল্যাকপিংকের’ শিল্পী কিম জিসুর একক অ্যালবাম প্রকাশ হয়েছে।
‘আমুরতাজ’ শিরোনামের ওই অ্যালবামে চারটি গান আছে; ভালোবাসা দিবসে প্রকাশিত এই অ্যালবামটি দিয়ে দুই বছর পর একক শিল্পী হিসেবে ফিরেছেন জিসু।
দ্য কোরিয়া টাইমস লিখেছে, জিসুর এজেন্সি ব্লিসু এন্টারটেইমেন্ট বলছে, ভালোবাসার বহুমাত্রিক রূপ ও আবেগকে বাড়িয়ে তুলতে এসেছে জিসুর অ্যালবাম 'আমুরতাজ’।
এর আগে জিসুর ‘মি’ নামের অ্যালবামটি এসেছিল ২০২৩ সালে। ওই অ্যালবামের ‘ফ্লাওয়ার’ গান নিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন এই গায়িকা।
নতুন অ্যালবামের চারটি গানের মধ্যে দুইটি কোরিয়ান ভাষায় ও দুইটি ইংরেজি ভাষায় গেয়েছেন জিসু।
অ্যালবামের প্রথম গানের নাম হল 'আর্থকোয়াক'। গানের কথায় প্রেমে পড়ার রোমাঞ্চ ও তীব্র আবেগের প্রতিচ্ছবি উঠে এসেছে।
'ইউর লাভ' গানে গভীর প্রেমের আনন্দদায়ক অনুভূতিগুলো প্রকাশ করেছে।
'টিয়ারস' গানে হাসির আড়ালে লুকিয়ে থাকা হৃদয়ভাঙার কষ্টের অনুভূতি উঠে এসেছে।
শেষ গান 'হাগস এন্ড কিসেস' গানে বিচ্ছেদের পর নিজেকে নতুনভাবে আবিষ্কার ও স্বাধীনতার অনুভূতি প্রকাশ করেছে।
এদিকে, গানের বাইরে জিসুকে অভিনয়েও দেখা যাচ্ছে। ‘মান্থলি বয়ফ্রেন্ড’ নামের নেটফ্লিক্সের নতুন সিরিজে অভিনয় করেছেন তিনি। যা দেখা যাবে আগামী বছরে; ওই সিরিজে অভিনয় করেছেন কোরীয় অভিনেতা সিউ ইন গুক।
এছাড়াও, জিসু অভিনয় করেছেন 'নিউটোপিয়া' নামের একটি ওয়েব সিরিজে। এর আগে 'স্নোড্রপ' নামের একটি নাটকেও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন জিসু।
মেয়েদের মিউজিক ব্যান্ড ব্ল্যাকপিংকের যাত্রা শুরু ২০১৬ সালে। ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দুটি নিয়ে ব্যান্ডের প্রথম অ্যালবাম ছিল ‘স্কয়ার ওয়ান’।
শুরু থেকেই ব্ল্যাকপিংকের সঙ্গে আছেন জিসু।
আরও পড়ুন: