অরুণ বছরখানেক ধরে ক্যান্সারে ভুগছিলেন।
Published : 02 Jan 2025, 08:48 PM
ভারতের পশ্চিমবঙ্গের ‘বাঘা যতীন’ সিনেমার পরিচালক অরুণ রায় মারা গেছেন।
আনন্দবাজার লিখেছে, ৫৩ বছর বয়সে বৃহস্পতিবার ভোরে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নির্মাতা অরুণ মারা গেছেন। ফুসফুসের সংক্রমণ নিয়ে কিছুদিন আগে এই হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল।
অরুণ বছরখানের ধরে ক্যান্সারে ভুগছিলেন।
চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ জানিয়েছেন, শেষের দিকে কোমায় চলে গিয়েছেন পরিচালক।
এর মধ্যে কদিন আগে ‘বাঘা যতীন’ সিনেমার নায়ক দীপক অধিকারী দেব তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন।
অরুণ রায়ের মৃত্যুর পর নির্মাতা বিরসা দাশগুপ্ত শোক জানিয়ে ফেইসবুকে লিখেছেন, “এটা ঠিক করলে না অরুণদা।“
অরুণের মৃত্যুর খবর দিয়ে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লেখেন, “নতুন বছরের দ্বিতীয় সকালে চলে গেলেন সব মায়া ছেড়ে। যে অরুণদাকে আমরা চিনি, সেই অরুণদা থেকে যাবেন আমাদের মনের ভেতর। ঠাট্টা, ইয়ার্কি, সিনেমা দেখা আর সিনেমার আলোচনা নিয়ে। জীবনের সবচেয়ে কঠিন বিষয়কেও মজা করে কাটিয়ে দেওয়ার মতো সাহস ছিল তার। শুধু যদি একটু নিয়ম, একটু সংযম, যাই হোক।“
ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কাজ করতে পছন্দ করতেন অরুণ।
কলকাতার বাংলা সিনেমা জগতে অরুণ নির্মাণে আসেন ২০১১ সালে। তিনি পরিচিত পান ‘হীরালাল’ চলচ্চিত্র বানিয়ে। ওই সিনেমায় কাজ করে দর্শক নন্দিন হন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ।
অরুণের সর্বশেষ সিনেমা ‘বাঘা যতীন’, যা মুক্তি পায় ২০২৩ সালের দুর্গাপূজার সময়ে; ওই সিনেমায় বাঘা যতীন হয়েছিলেন দেব।