'১০০০ বেবিজ' সিরিজ অতীতের অন্ধকার জীবনের সঙ্গে এক নারীর জড়িয়ে যাওয়ার গল্প তুলে ধরেছে।
Published : 20 Oct 2024, 03:20 PM
চলতি সপ্তাহে ‘সেকশন ৩০২’ এসেছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এছাড়া বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে এসেছে ক্রাইম ও থ্রিলার গল্পের বেশ কিছু সিনেমা ও সিরিজ। এর মধ্যে আছে 'ওম্যান অব দ্য আওয়ার' ও 'স্নেক্স এন্ড লেডার'।
চলতি সপ্তাহে নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টার ও অ্যামাজন প্রাইম ভিডিওতে আসা সিরিজ ও সিনেমার খবর জানাচ্ছে গ্লিটজ।
বঙ্গতে ‘সেকশন ৩০২’ সিরিজের ‘আয়নামহল’
খুনখারাবি আর রহস্যের গল্পে বঙ্গতে শুক্রবার থেকে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ‘সেকশন ৩০২’। এই সিরিজের প্রথম পর্বের নাম ‘আয়নামহল’। শাহাজাদা শাহেদের গল্প ও চিত্রনাট্যে এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, প্রান্তর দস্তিদার, নীল হুরেজাহান, নিশাত প্রিয়ম, জিল্লুর রহমানসহ অনেকে। সিরিজটি নির্মাণ করেছেন রিয়াদ মাহমুদ।
ডিজনি প্লাস হটস্টারে '১০০০ বেবিজ'
'১০০০ বেবিজ' সিরিজ অতীতের অন্ধকার জীবনের সঙ্গে এক নারীর জড়িয়ে যাওয়ার গল্প তুলে ধরেছে। নাজিম কোয়া পরিচালিত এই সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্তা। তাকে প্রত্যন্ত অঞ্চলে একা বসবাসকারী একজন অবসরপ্রাপ্ত নার্সের চরিত্রে দেখা গেছে। এতে আরও অভিনয় করেছেন অশ্বিন কুমার ও আদিল ইব্রাহিম। সিরিজটি মালায়লাম, তামিল, তেলেগু, কন্নড়, মারাঠি, হিন্দি এবং বাংলা সহ একাধিক ভাষায় মুক্তি দেওয়া হয়েছে। ডিজনি প্লাস হটস্টারে শুক্রবার থেকে দেখা যাচ্ছে সিরিজটি।
নেটফ্লিক্সে ‘ওম্যান অব দ্য আওয়ার’
ইংরেজি ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘ওম্যান অব দ্য আওয়ার’ নির্মিত হয়েছে এক সিরিয়াল কিলারের গল্পে। সত্য ঘটনা অবলম্বনে সিরিজটি নির্মাণ করেছেন আনা কেন্ড্রিক। নির্মাণের পাশাপাশি এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আনা। ড্যানিয়েল জোভাট্টোর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। শুক্রবার থেকে নেটফ্লিক্স সিনেমাটি দেখাচ্ছে।
ওয়েব সিরিজ 'স্নেক্স এন্ড লেডার'
চারজন শিশুকে নিয়ে নির্মিত এই সিরিজটির পর্ব সংখ্যা নয়টি। তামিল ভাষার এই সিরিজে দেখা যাবে চারটি শিশু একটি দুর্ঘটনার ঘটনা লুকাতে গিয়ে নিজেদেরকে আরও বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেয়। কমলা আলকেমি ও ধীভাকর কমল পরিচালিত 'স্নেক্স এন্ড লেডারে’ অভিনয় করেছেন নবীন চন্দ্র, নন্দা, মনোজ ভারতিরাজা, মুথুকুমার এবং শ্রীনদা। শুক্রবার থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে চলছে সিরিজটি।