“হাতে চপ্পল নিয়ে ঘুরছি, যাতে অনুষ্ঠানের পর মেয়ে পরতে পারে। হিল আসলে সাময়িক ব্যবহার করার জন্যই।”
Published : 03 Aug 2024, 09:48 AM
একমাত্র কন্যার গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত থাকতে ব্রিটেনে উড়ে গিয়েছেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সেই অনুষ্ঠানে স্বস্তিকাকে জুতো হাতে ঘুরতে দেখা গেছে।
স্বস্তিকার মাথায় তার মেয়ের গ্র্যাজুয়েশন হ্যাট, কাঁধে ঝোলা ব্যাগ। তার এক হাতে হিল জুতো এবং আরেক হাতে হাওয়াই চপ্পল। নিজের এই ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়।
সংবাদ প্রতিদিন লিখেছে, স্বস্তিকার মেয়ে অন্বেষা মুখার্জি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে।
সেই অনুষ্ঠানের পর অভিনেত্রী তার ছবি পোস্ট করে লিখেছেন, “মায়েরা যা সবথেকে ভালো করতে পারে, সেটাই করছি। সঙ্গে থাকা এই বোঁচকা ব্যাগে গোটা সংসার নিয়ে চলছি। আর হাতে চপ্পল নিয়ে ঘুরছি, যাতে অনুষ্ঠানের পর মেয়ে পরতে পারে। হিল আসলে সাময়িক ব্যবহার করার জন্যই।”
মেয়ের জীবনের এই বিশেষ দিনে পরার জন্য শাড়ি বেছে নিয়েছিলেন স্বস্তিকা।
স্বস্তিকা তার মেয়ের আগামী দিনের পরিকল্পনা নিয়ে জানিয়েছেন, “ও এখন আপাতত এক বছর চাকরি করবে। তার পর পিএইচডির পড়াশোনা শুরু করবে। “
মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে স্বস্তিকা বলেন, “আমি তো ওকে রোজ বলি যে, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মা কী ভাববে, তা ভেবে যেন কিছু লুকিয়ে না যায়। সমস্যা হলে দুজনে মিলে তার সমাধান খোঁজার চেষ্টা করব। এখনও পর্যন্ত আমাদের সম্পর্কটা খুবই ভালো। ও কবে কার সঙ্গে ডেটে গিয়েছে, সেটাও আমি জানি। সন্তানকে এই কমফোর্ট জোনটা বাব-মাদেরই দিতে হয়।”
কিছুদিন আগে ওটিটিতে মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত সিরিজ ‘বিজয়া’।
এছাড়া দুর্গাপূজায় আসছে পরিচালক সৃজিত মুখার্জির সিনেমা ‘টেক্কা’; সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে।
আর বাংলাদেশের অভিনেতা শরিফুল রাজের সঙ্গে একটা সিনেমা করতে যাচ্ছেন এই আভিনেত্রী। সেটি শুটিং শুরু হবে সেপ্টেম্বরে।