নাটকটির প্রথম দুটি মঞ্চায়ন হবে ৫ ও ৬ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।
Published : 02 May 2023, 11:59 AM
থিয়েটার নাট্যগোষ্ঠীর ৪৮তম প্রযোজনা হিসেবে মঞ্চে আসছে মার্কিন নাট্যকার এ আর গার্নির বিখ্যাত নাটক ‘লাভ লেটারস’ এর বাংলা রূপান্তর।
আবদুস সেলিমের করা বাংলা রূপান্তরের পাঠ-অভিনয় করবেন থিয়েটারের দুই জ্যেষ্ঠ শিল্পী রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার।
রামেন্দু মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাটকটির প্রথম দুটি মঞ্চায়ন হবে ৫ ও ৬ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।
ত্রপা মজুমদার নির্দেশিত ‘লাভ লেটারস’-এর মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন পলাশ হেন্ড্রি সেন। সৌরেন্দ্র ও সৌম্যজিৎ আবহ সংগীত হিসেবে তাদের একাধিক অনবদ্য সৃষ্টি ব্যবহারের অনুমতি দিয়েছেন।
আপন আহসান নির্মাণ করেছেন ভিডিও চিত্র। পোশাক পরিকল্পনায় গুলশান আরা মুন্নী। ডিজাইন ও অলংকরণ করেছেন প্রদীপ চক্রবর্তী। নাটকের দুই অভিনেতার সহকারী হিসেবে রয়েছেন রবিন বসাক ও নাজমুন নাহার নাজু।
রামেন্দু মজুমদার বলেন, "বহু দেশে বিভিন্ন ভাষায় অসংখ্য প্রযোজনা হয়েছে নাটকটির। বাংলা এই রূপান্তরে যুক্ত করা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গটি। নাটকের দুই চরিত্র মাইশা ও অনন্তর জীবনের চলার পথের নানা বাঁক উন্মোচিত হয় পরস্পরকে লেখা চিঠির মাধ্যমে।
"তাদের প্রধান প্রধান পর্যায়- কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন, কর্মজীবন আর সবশেষে আত্ম-অনুধাবন স্তরে উপনীত হওয়ার ছবি ফুটে ওঠে নাটকটিতে।"