জয়িতার নব্য আয়োজনে গল্পের তালে ছন্দ মিলিয়ে গান ও আবৃত্তি।
Published : 18 Jan 2025, 01:57 PM
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র কবিতা আবৃত্তি, ধারাবাহিক গল্প পাঠ, আর এসবের মাঝে শোনা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গান।
রাজধানীর বনানীর যাত্রা বিরতিতে পাঠ ও কবিতা আবৃত্তির সাথে রবি ঠাকুরের সুর ও ছন্দের এমন আয়োজন নিয়ে শনিবার সন্ধ্যায় আসছেন রবীন্দ্রসংগীত শিল্পী ফারহিন খান জয়িতা।
অভিনেতা খালেদ খান ও সংগীতশিল্পী মিতা হক তনয়া জয়িতা গ্লিটজকে বলেছেন গান, কবিতা আবৃত্তি ও পাঠ নিয়ে একটা চিত্রনাট্য তৈরি করা হয়েছে।
তিনি বলেন, “আগে তো বেশ কয়েকটা একক সংগীত সন্ধ্যা করেছি। এবারই প্রথম আবৃত্তি করব, সাথে গল্পও থাকছে। আশা করছি উপস্থিত দর্শকদের ভালো লাগবে এই ভিন্ন আয়োজন।”
‘তবু মনে রেখ’ নামের এই আয়োজনের পুরো চিত্রনাট্যটি সাজিয়েছেন কবি সাহিত্যিক ইরাজ আহমেদ।
বেছে নেওয়া হয়েছে জীবনানন্দ দাশ, আবুল হাসান, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, তারাপদ রায়, হেলাল হাফিজ, নির্মলেন্দু গুণ ও ইরাজ আহমেদের কবিতা।
তিন বছর বিরতির পর গত বছর ‘জয়িতা ও তার ব্যান্ড’ রবীন্দ্রসংগীতের আয়োজন নিয়ে হাজির হয়েছিলেন।
এবারের আয়োজনে শরিক হওয়া যাবে অনুষ্ঠানের দিনে নির্দিষ্ট সম্মানির বিনিময়ে।