“কিছুটা আঘাত পেয়েছি কিন্তু নিরাপদে আছি, এজন্য আল্লাহকে ধন্যবাদ,” লিখেছেন তিনি।
Published : 28 Oct 2023, 02:47 AM
অল্পের জন্য রক্ষা পেয়েছেন; মুহূর্তেই ঘটে যেত পারত বড় ধরনের অঘটন।
বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ছোট পর্দার জনপ্রিয়র অভিতনেত্রী তানজিন তিশা। নিজে সামান্য আঘাত পেলেও তার প্রিয় গাড়িটির বেশ ক্ষতি হয়েছে।
দুর্ঘটনার খবর অভিনেত্রী নিজেই তার ফেসইবুক পেইজে জানিয়েছেন; সঙ্গে ক্ষতিগ্রস্ত গাড়িটির ছবিও। তবে কোথায়, কখন দুর্ঘটনাটি ঘটেছে তা জানাননি।
ইংরেজিতে লেখা স্ট্যাটাসে তিশা জানিয়েছেন, গতরাতে একটি ড্রাম ট্রাক পেছন থেকে তার গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
“গাড়িটি আমার অনেক প্রিয়। কারণ আমার কষ্টের টাকায় কেনা গাড়ি এটি। এই ক্ষতি মেনে নেওয়া যায় না,” লিখেছেন অভিনেত্রী।
শারীরিকভাবে সুস্থ আছেন জানিয়ে তিনি আরো লিখেছেন, “কিছুটা আঘাত পেয়েছি কিন্তু নিরাপদে আছি, এজন্য আল্লাহকে ধন্যবাদ। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন, তাদেরকেও ধন্যবাদ।”
গত মাসেও জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয়েছিল তিশাকে। সুস্থ হয়ে আবারও কাজে ব্যস্ত হয়েছেন তিনি। এর মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)