‘কিং’ সিনেমায় গোয়েন্দা চরিত্রে পর্দায় আসছেন শাহরুখ কন্যা সুহানা খান।
Published : 26 Jun 2024, 03:02 PM
দর্শকরা যখন উন্মুখ শাহরুখ খানের নতুন কাজের খবর জানতে, তখন জানা গেল যুক্তরাজ্যে পরিবারকে সময় দিচ্ছেন কিং খান।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, সোশাল মিডিয়ায় নতুন একটি ছবি এসেছে শাহরুখের। তাতে দেখা যাচ্ছে, কয়েকজনের সঙ্গে ক্রিকেট খেলছেন শাহরুখ। ওই খেলায় ব্যাট করছেন নায়কের মেয়ে সুহানা খান। আর পেছনে ফিল্ডিংয়ের জন্য দাঁড়িয়ে আছেন নায়ক।
Latest: @iamsrk is playing cricket with friends & family in London ♥️#ShahRukhKhan #32YearsOfEmperorKhanSRK pic.twitter.com/llzDejhgHL
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) June 24, 2024
কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ফুরফুরে মেজাজে আছে খান পরিবার। এর মধ্যে স্ত্রী, কন্যা ও দুই পুত্রকে নিয়ে অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে ইতালি ঘুরে এসেছেন শাহরুখ।
এরপর গেছে কোরবানির ঈদ। এই ঈদেও বরাবরের মত মুম্বাইয়ের বান্দ্রায় শাহরুখ ছিলেন তার প্রাসাদতুল্য বাসভবন ‘মান্নাত’ এ।
ঈদের দিন মান্নাতের ছাদে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করেছেন শাহরুখ। দুই হাত প্রসারিত করে অপেক্ষারত ভক্তদের উদ্দেশ্যে দিয়েছেন প্রেমের বার্তা। এ সময় তারকা অভিনেতার সঙ্গে ছিল তার কনিষ্ঠ পুত্র আব্রাম খান। ঈদের সারা দিন পরিবারের সঙ্গে কাটালেও রাতে বন্ধু সালমান খানের বাসায় যেতে ভোলেননি শাহরুখ।
গেল বছর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ উপহার দেওয়া এই নায়কের আগামী সিনেমা ‘কিং’। যেখানে প্রথমবার মেয়ে সুহানার সঙ্গে অভিনয় করবেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই সিনেমায় গোয়েন্দা চরিত্রে আসছেন সুহানা।
নির্মাতা সুজয় ঘোষ পরিচালিত সিনেমাটি নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছে এরই মধ্যে। কখনো শোনা যায়, ২০০ কোটি রুপির বিশাল বাজেটের এই সিনেমার শুটিং হচ্ছে স্পেনে। কখনো আবার সংবাদমাধ্যমে খবর আসে, লন্ডনে শুটিং করছেন শাহরুখ-সুহানাসহ টিমের একটি অংশ।
মাসখানেক আগে শাহরুখ নিজেই বলেছিলেন, তার কিছুদিনের বিশ্রাম প্রয়োজন।
এও বলেছিলেন, বেশিদিন শুয়েবসে থাকা তার কপালে নেই। শিগগিরই নতুন সিনেমার নাম ঘোষণা করবেন তিনি।
তবে সেই ঘোষণা এখনো আসেনি।
শাহরুখ-সালমানের জন্য পর্দার মায়ের অপেক্ষা
ক্যারিয়ারের শুরুর দিকে যে সহশিল্পীর বাড়িতে প্রায়ই যেতেন শাহরুখ