বন্যার্তদের সহযোগিতায় নিজেদের আয় অনুদান করছেন অনেকে, আবার অনেক তারকা নীরবে সাহায্য করে যাচ্ছেন।
Published : 25 Aug 2024, 12:32 PM
দেশে ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিনোদন অঙ্গনের তারকারাও।
কেউ ত্রাণ নিয়ে ছুটেছেন, কেউ দুর্গত এলাকায় নিয়ে গেছেন স্পিডবোট, কেউ বা বিপদ সামলাতে দিয়েছেন ঐক্যের ডাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আহ্বান জানাচ্ছেন অনেক তারকাই।
দুই মাসের আয় বন্যার্তদের জন্য দিলেন সিয়াম
সিনেমার অভিনেতা সিয়াম আহমেদ ও তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী বন্যার্তদের পাশে দাঁড়াতে কী পদক্ষেপ নিয়েছেন, তা জানাতে ফেইসবুকে এক ভিডিও বার্তা দিয়েছেন।
‘যত বিপদ, তত ঐক্য’ শিরোনামে পোস্ট করা ভিডিওতে সিয়াম বলেন, "আমাদের বাংলাদেশের মানুষের একতা আসলে এখানে, এটাই আমাদের সৌন্দর্য। আমরা সিদ্ধান্ত নিয়ে এই মাসের ও আগের মাসের আয় পুরোটা দান করছি। কিছু টাকা ইতোমধ্যে দিয়েছি, বাকিটা দিতে যাচ্ছি।"
সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সিয়াম বলেন, "ডোনেশনের কথা সরাসরি বলা উচিত না, কিন্তু এখন যদি বলা যায় তা হলে কিছু মানুষ হয়ত উৎসাহিত হয়ে তারাও এগিয়ে আসবেন। প্রত্যেকের উচিত তার কাছের বা একই পেশার মানুষকে উৎসাহিত করা।
“আমি অভিনয় পেশায় জড়িত। এখানে অনেকে সামর্থ্যবান রয়েছেন। তাদেরকে বলব, প্লিজ আপনারা বন্যার্তদের ডোনেট করুন। বাংলাদেশে এখন সাপোর্ট প্রয়োজন।"
একইভাবে সিয়ামের স্ত্রী অবন্তীও তার চলতি মাসের রোজগারের টাকা অনুদান হিসেবে দিচ্ছেন বলে জানিয়েছেন।
খাবার নিয়ে নোয়াখালীতে আরশ ও তাসনুভা
বন্যা দুর্গত এলাকা নোয়াখালীতে পৌঁছেছেন ছোট পর্দার অভিনেতা আরশ খান ও অভিনেত্রী তাসনুভা তিশা।
ফেইসবুক লাইভে এসে তারা বলেছেন, নিজ চোখে তারা কখনো এমন দুর্যোগ দেখেননি। এবারের বন্যা ভয়াবহ রূপ নেওয়ার পর তাদের মনে হয়েছে এই সময় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।
বন্যার্তদের জন্য শুকনা খাবার পাঠানোর আহ্বান জানিয়েছেন দুই অভিনয় শিল্পী। তাদের কথায়, বিকাশে টাকা নয়, বিপদগ্রস্ত মানুষগুলোর প্রয়োজন শুকনা খাবার, শিশু খাদ্য পানি এবং ওষুধের।
চমকের পাঁচ পরামর্শ
ঢাকা থেকে দলবল নিয়ে ফেনীতে ছুটে গেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সেখানে গিয়ে এক ভিডিও বার্তায় যারা উদ্ধার কাজে ও ত্রাণ নিয়ে বন্যাকবলিত অঞ্চলে যাচ্ছেন, তাদের জন্য পাঁচটি পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী।
চমক বলেছেন, বোটের ধারণ ক্ষমতা মাথায় রেখে উদ্ধার কাজে যাওয়া দরকার। এছাড়া বোট চালানোর জন্য পর্যাপ্ত তেল, সংশ্লিষ্ট এলাকার মানচিত্র এবং বোট চালিয়ে নিতে অভিজ্ঞ লোক নিয়ে উদ্ধার কাজে যাওয়ার জন্য বলেছেন চমক।
এই অভিনেত্রী বলেন, “ফেনীতে মানুষগুলো মোটামুটি কনট্রোলের মধ্যেই আছে। উদ্ধারের জন্য ফেনী না এসে খাগড়াছড়ি কিংবা কুমিল্লার দিকে গেলে আরও ভালো হবে।”
কাপড় ও পানি পাঠিয়েছেন মাহি
আক্রান্তদের পাশে দাঁড়াতে ফেইসবুকে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছে সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি।
তিনি লিখেছেন, "আপনার বাসায় যা আছে তাই দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমার বাচ্চার আর আমার পুরানো যত কাপড় আছে সেগুলো এবং খাবার পানি পাঠাচ্ছি ইনশাআল্লাহ। আপনারাও কিছু করেন।"
নিজের ‘হাসি ফাউন্ডেশন’ থেকে বন্যার্তদের পাশে মেহজাবীন
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী কাজ করছেন নিজের সেবামূলক প্রতিষ্ঠান ‘হাসি ফাউন্ডেশন’ থেকে। ফেইসবুকে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, "‘হাসি ফাউন্ডেশন’ সাধ্যমত চেষ্টা করছে। আপনারাও এগিয়ে আসুন।"