বুবলীর নতুন ‘সম্পর্কে জড়ানো’ নিয়ে ছড়িয়ে পড়া অডিও ক্লিপে নাম এসেছে চিত্রনায়িকা অপুর।
Published : 12 Nov 2023, 10:04 PM
অভিনেত্রী শবনম বুবলীর নতুন সম্পর্কে জড়ানো নিয়ে আলোচনায় নাম আসার পর ঢাকাই চলচ্চিত্রের আরেক নায়িকা অপু বিশ্বাস বলেছেন, 'এটা আমার বিষয় নয়'। তিনি চান এর বদলে তার কাজ নিয়ে হোক আলোচনা।
গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর ‘প্রেম নিয়ে’ আলোচনার মধ্যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন মাত্রা যোগ করে একটি অডিও ক্লিপ। ছড়িয়ে পড়া এ অডিওতে বুবলী-তাপসের বিষয় নিয়ে কথোপকথনে বারবার নাম আসে অপু বিশ্বাস।
কল রেকর্ডের অন্য প্রান্তে থাকা নারীটি অপু বিশ্বাস?- রোববার এ বিষয়ে প্রশ্ন করা হলে অপু বলেন, “এটা আমার বিষয় নয়।” এ নিয়ে আর কোনো কথাই বলতে চাচ্ছিলেন না তিনি।
তবে পরে অডিওটির সত্যতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটা আমার বিষয় না। আমি কোনোভাবে এর সাথে যুক্ত নই। দ্বিতীয় বিষয় হচ্ছে এখন সবাই অনেক বেশি আপডেট, এটা কোন পেইজ দিয়ে আগডুম বাগডুম এইসব কিন্তু আমার মধ্যে আসে না।
“আমি আপনাদের অনেক বেশি শ্রদ্ধা করি, আপনারাও আমাকে শ্রদ্ধা করেন। আমি আশা করবো আমার কাজের ব্যস্ততা নিয়ে আপনারা কথা বলবেন। ১৪ তারিখ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে পারফর্ম করবো, আরও বেশ কিছু কাজের ভেতরে আছি। আমি চাই এসব নিয়ে কথা হোক।”
তড়িঘড়ি করে ফোন রেখে দেওয়ার আগে অপু বলেন, “বেলাশেষে একটি কথা বলবো, মুন্নী ভাবী আমাদের একজন আইডিয়াল পারসোনালিটি, তার পরিবারকে নিয়েও মানুষ যা করছে ভেরি স্যাড, দুঃখজনক।
“আর এ ব্যাপারে আমি আর কিছুই বলতে চাই না, যেহেতু আমার ব্যাপার না, আমি কি বলতে যাব।”
বুবলি ও তাপসের ‘সম্পর্কে জড়ানোর’ আলোচনা সামনে আসে তাপসের স্ত্রী ও গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নীর ফেইসবুকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশটের সূত্র ধরে। পরে তার ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল বলে যেটি তিনি মুছে দেন।
গত দুই দিন থেকে এ ঘটনায় রসদ যোগায় আরেকটি অডিও ক্লিপ, যেটি মুন্নী-অপুর কথোপকথন বলে ফেইসবুকে ছড়িয়েছে।
এ অডিও ক্লিপে একটি নারী কণ্ঠ শোনা যায়। তিনি বলছিলেন, পারিবারিক চাপের কারণেই তিনি ‘হ্যাকড’ হওয়ার কথা বলেছিলেন। ফেইসবুক আসলে ‘হ্যাকড’ হয়নি।
কথোপকথনের তিনি বারবার ‘অপু’ ‘অপু’ বলে সম্বোধন করছিলেন। ১৩ মিনিটের ওই অডিওতে সেই অপুর কোনো কথা শোনা যায়নি।
এ নিয়ে অপু গ্লিটজের সঙ্গে কথা বললেও ফারজানা মুন্নীকে ফোন করা হলেও তিনি ধরেননি। আর শনিবার নতুন অডিও এর খবরে বেশ চটেছেন বুবলী।
ফারজানা মুন্নীর প্রযোজনায় 'খেলা হবে' সিনেমায় বুবলীর সঙ্গে ঢাকাই সিনেমার আরেক আলোচিত নায়িকা পরীমনির কাজ করার কথা রয়েছে।
অন্যদিকে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অপু বিশ্বাস ও বুবলী কয়েক বছর থেকেই রয়েছেন আলোচনায়। তারা দুজনই শাকিব খানকে বিয়ে করেন। প্রথমে অস্বীকার করলেও শাকিব খান উভয় বিয়ে এবং তাদের সন্তানের পিতৃত্ব স্বীকার করেন। সেই থেকে অপু ও বুবলীর মধ্যেও মুখ দেখাদেখি বন্ধ।
বুবলীর অভিযোগ, একটি পক্ষ তার ক্যারিয়ার নষ্টের 'পাঁয়তারা' করছে। তার ভাষ্য, 'নোংরা ষড়যন্ত্র' নিয়ে তিনি আর 'পেরে উঠছেন না'।
সংবাদমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠিয়ে বুবলী লেখেন, "আমাকে নিয়ে যদি কারো এত সমস্যা থাকে, তাহলে অফিসিয়ালি কথা বলুক, প্রমাণসহ কথা বলুক, তখন আমিও আমার কাজের সমস্ত প্রমাণসহ ডেট নিয়ে অফিসিয়ালি কথা বলব সাংবাদিক সম্মেলন করে এবং আইনানুগ ব্যবস্থা নেব।
“একবার জানানো হচ্ছে আইডি হ্যাক করা হয়েছে, আরেকবার সেই আইডির স্ট্যাটাস ডিলিট করা হয়েছে, আবার কীসের কী লিক নামক অডিও ফাঁস বলা হচ্ছে। সেই অডিও আবার একজনের কথা দিয়ে এক তরফা এডিট করা, অপর পাশে কারা কি কথা বলছে কিংবা কারো দারা ম্যানিপুলেট করা কিনা তাও বোঝা যাচ্ছে না। কোনো কনভারসেশনে শুধু একজন এর কথা যেখানে রাখা হয়, সেখানে কী উদ্দেশ্য থাকে, আপনারাই বলুন।"
তিনি বলেন, “আমি শুধু অফিসিয়াল স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছি তখন এই সমস্ত সব কিছুর উত্তর দেব প্রমাণসহ। যারা এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে, প্রত্যেকবার তাদের প্রত্যেককে আমি চিহ্নিত করছি।"
‘অডিও ফাঁসের’ খবরে চটেছেন বুবলী