সোশাল মিডিয়ায় এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ওই অডিও ক্লিপ।
Published : 12 Nov 2023, 01:22 AM
যারা ‘মিথ্যা প্রপাগান্ডা’ ছড়ানোর চেষ্টা করছে, তাদের উপর চটেছেন চিত্রনায়িকা বুবলী। আইনানুগ ব্যবস্থা নেবেন বলে হুমকিও দিয়েছেন।
গত ৪ নভেম্বর গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নীর একটি ফেইসবুক পোস্টের স্ক্রিনশটে দাবি করা হয়, চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেম চলছে।
পরে মুন্নীর আইডি থেকে বলা হয়, তার আইডি ‘হ্যাকড’ হয়েছে। বুবলীও বিষয়টিকে ‘নোংরা ষড়যন্ত্র' বলে মন্তব্য করেন।
এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি অডিও ক্লিপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে একটি নারী কণ্ঠ শোনা যায়। তিনি বলছিলেন, পারিবারিক চাপের কারণেই তিনি ‘হ্যাকড’ হওয়ার কথা বলেছিলেন। ফেইসবুক আসলে ‘হ্যাকড’ হয়নি।
কথোপকথনের তিনি বারবার ‘অপু’ ‘অপু’ বলে সম্বোধন করছিলেন। ১৩ মিনিটের ওই অডিওতে সেই অপুর কোনো কথা শোনা যায়নি।
সোশাল মিডিয়ার আলোচনায় বলা হচ্ছে, যার কণ্ঠ শোনা গেছে, তিনি মুন্নী। আর যার সঙ্গে তিনি কথা বলছিলেন, তিনি চিত্রনায়িকা অপু বিশ্বাস।
ওই অডিওর সত্যতা যাচাই করতে ফারজানা মুন্নীকে ফোন করা হলেও তিনি ধরেননি। আর অপু বিশ্বাসের ফোনটি বন্ধ পাওয়া যায়।
গানবাংলার একজন কর্মকর্তাকে ফোন করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তাপসকে ফোন করা হলে তিনিও ধরেননি।
তবে বুবলী হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়ে তার বক্তব্য স্পষ্ট করেছেন। গ্লিটজকে বুবলী বলেন, "আমাকে নিয়ে যদি কারো এত সমস্যা থাকে, তাহলে অফিসিয়ালি কথা বলুক, প্রমাণসহ কথা বলুক, তখন আমিও আমার কাজের সমস্ত প্রমাণসহ ডেট নিয়ে অফিসিয়ালি কথা বলব সাংবাদিক সম্মেলন করে এবং আইনানুগ ব্যবস্থা নেব।"
“এতো লুকোচুরি করছে কেন?”– এমন প্রশ্ন রেখে বুবলী বলেন, "একবার জানানো হচ্ছে আইডি হ্যাক করা হয়েছে, আরেকবার সেই আইডির স্ট্যাটাস ডিলিট করা হয়েছে, আবার কীসের কী লিক নামক অডিও ফাঁস বলা হচ্ছে, সেই অডিও আবার একজনের কথা দিয়ে এক তরফা এডিট করা, অপর পাশে কারা কি কথা বলছে কিংবা কারো দারা ম্যানিপুলেট করা কিনা তাও বোঝা যাচ্ছে না। কোনো কনভারসেশনে শুধু একজন এর কথা যেখানে রাখা হয়, সেখানে কী উদ্দেশ্য থাকে, আপনারাই বলুন।"
এই অডিও ইচ্ছাকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে মন্তব্য করে বুবলী বলেন, "এটা কোনো অডিও ফাঁস না, এটা ইচ্ছাকৃত অডিও ছাড়া হয়েছে। অডিও ফাঁস মানে দুই পক্ষের কথোপকথন থাকে। তাহলে এটা কী? এমনকি অডিওতে মিম, পরী, মাহি কারো সাথে কথা হল না, শুধু অপু বিশ্বাসের সাথেই কথা হল, ব্যাপারগুলো এত পরিকল্পিত যে আমার বুঝতে বাকি নেই কী নোংরামো হচ্ছে।"
বুবলী বলেন, "আমার সন্তান শেহজাদকে সামনে আনার পর থেকে আমার সাথে যা যা হচ্ছে, সব আর্কাইভে আপনাদের দেখার অনুরোধ থাকল। আমি শুধু অফিসিয়াল স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছি তখন এই সমস্ত সব কিছুর উত্তর দেব প্রমাণসহ। যারা এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে, প্রত্যেকবার তাদের প্রত্যেককে আমি চিহ্নিত করছি।"
পুরনো খবর