২৭ জানুয়ারি থেকে দেখা যাবে 'ফ্যামিলি ফিউড' শো।
Published : 23 Jan 2025, 09:50 PM
অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের সঞ্চালনায় শুরু হতে যাচ্ছে গেইম শো ‘ফ্যামিলি ফিউড’।
আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে এই শো। প্রতি সোমবার রাতে সাড়ে ৯ টায় অনুষ্ঠানটি প্রথমে প্রচার হবে এনটিভির পর্দায়। এরপর আসবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।
গেইম শোটির প্রচারের খবর দিতে বুধবার রাজধানীর রূপসী হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে 'ফ্যামিলি ফিউড' নিয়ে তাহসান বলেন, "বিশ্বব্যাপী ৭৫ টিরও বেশি দেশের মানুষের মন জয় করে বাংলাদেশে এসেছে ফ্যামিলি ফিউড। প্রথমবারের মত এমন একটি আন্তর্জাতিক শোতে আমি হোস্টিং করতে পেরে, অত্যন্ত সম্মানিত ও আনন্দিত।
তাহসান বলেন, "আমাদের সংস্কৃতির সাথে মানানসই এই শোটি, পারিবারিক সম্পর্ক এবং বন্ধনের গুরুত্ব তুলে ধরবে। আমি বিশ্বাস করি, এই ধরনের শো আমাদের সমাজে ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে সাহায্য করবে।"
শোয়ের দৃশ্যধারণের সময়ের কথা তুলে ধরে এই শিল্পী বলেন, "শুটিং চলাকালীন পুরোটা সময় আমি এবং শোতে অংশগ্রহণকারী পরিবারগুলো খুবই মজার ও আনন্দময় একটি সময় পার করেছি। প্রত্যেকটা পর্বই আমাকে দারুণ অভিজ্ঞতা দিয়েছে।"
ফ্যামিলি ফিউডে থাকছে ২৪ টি পর্ব, প্রতি পর্বে দুটো পরিবার মুখোমুখি হবে। মোট তিনটি রাউন্ডে সার্ভে প্রশ্নের সেরা উত্তরগুলি অনুমান করে পয়েন্ট জিতে নেয়ার সুযোগ থাকছে, সাথে থাকছে নগদ পুরষ্কার ও বিশেষ উপহার। বিজয়ী টিম পাবে 'ফাস্ট মানি' নামের বোনাস রাউন্ড খেলার সুযোগ।
এই অনুষ্ঠানে থাকছে বেশ কয়েকটি স্পেশাল এপিসোড। এসব এপিসোডে থাকবেন মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, মৌসুমী মৌ ও মারিয়া কিসপট্টাসহ অনেকে।
বঙ্গর চিফ অপারেটিং অফিসার ফায়াজ তাহের বলেন, "বাংলাদেশে ফ্যামিলি ফিউড নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই শোটি বিশ্বজুড়ে পরিবারগুলোকে বিনোদন দিয়ে আসছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের দর্শকদের কাছেও সমান জনপ্রিয় হবে।"
আরও পড়ুন: