অনুষ্ঠানটি প্রচার শুরু হবে আগামী বছরের শুরুতে বঙ্গর ওয়েবসাইট ও অ্যাপে।
Published : 28 Oct 2024, 12:07 PM
দেশে শুরু হতে যাচ্ছে গেইম শো ‘ফ্যামিলি ফিউড’; অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান।
আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে শোয়ের দৃশ্যধারণের কাজ।
অনুষ্ঠানের প্রচার শুরু হবে আগামী বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর ওয়েবসাইট ও অ্যাপে।
‘ফ্যামিলি ফিউড’ শোটি বিশ্বের ৫০টির বেশি দেশে অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গর চিফ অপারেটিং অফিসার ফায়াজ তাহের বলেন, "বাংলাদেশে ফ্যামিলি ফিউড নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই শোটি বিশ্বজুড়ে পরিবারগুলোকে বিনোদন দিয়ে আসছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের দর্শকদের কাছেও সমান জনপ্রিয় হবে।"
এই গেম শোয়ে অংশ নেবে দুটি করে পরিবার। প্রতি পর্বে প্রতিযোগীরা জিতে নিতে পারবেন সর্বোচ্চ ১ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে, এরই মধ্যে অনুষ্ঠানের শুটিং পরিকল্পনা চূড়ান্ত করেছে তারা।
শোয়ের জন্য সারা দেশের প্রায় ২ হাজার আবেদনকারী পরিবারের মাঝ থেকে অডিশনের মাধ্যমে বাছাই করা হয়েছে ৪০টি পরিবারকে।
এ অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি পরিবারের সদস্যদের মধ্যে। একশ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করবেন তারা।
প্রতিযোগীদের মূল লক্ষ্য থাকবে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা। তাদের দেওয়া উত্তরের ভিত্তিতে জমা হবে পয়েন্ট।
প্রথম যে পরিবারটি ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে পারবেন, তারা বোনাস রাউন্ড ‘ফাস্ট মানিতে’ অংশ নেওয়ার বিশেষ সুযোগ পাবেন।
সেখানেই পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া এই শোতে শোবিজ তারকা, ক্রীড়াবিদদের নিয়ে থাকবে বিশেষ পর্ব।