Published : 07 Apr 2025, 06:31 PM
‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের’ ১১ এপ্রিল অনুষ্ঠেয় কনসার্ট এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদ ঘিরে ‘স্বাধীনতা কনসার্ট’ পিছিয়ে ১২ এপ্রিল হওয়ার কথা বলেছে সংগঠনটি।
ফাউন্ডেশনে সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সোমবার সাংবাদিকদের বলেন, “আগামী ১১ এপ্রিল আমাদের পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট। শুধু ঢাকায় নয়, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায়।
“যেহেতু সেদিন শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মিছিলে অংশগ্রহণ করব। সেজন্য আমরা ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল শনিবার সারা বাংলাদেশের চারটি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করেছি। ১২ এপ্রিল একযোগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।”
গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশের আপামর জনগণকে এ বিষয়ে সোচ্চার হওয়ার অনুরোধ জানিয়েছে ফাউন্ডেশন।
এ্যানি বলেন, “বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে বাংলাদেশের শিল্পীরাই এই কনসার্টে অংশগ্রহণ করবেন। স্থানীয়ভাবে আঞ্চলিক গানও থাকবে। আমরা বাংলাদেশের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছি। সেজন্য সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের এই আয়োজন।”
দুপুরে এ্যানির নেতৃত্বে ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল ঢাকার পুলিশ কমিশনার মো. সাজ্জাদ আলীর সঙ্গে দেখা করেন। কনসার্ট সুষ্ঠুভাবে আয়োজনে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুলিশের সহযোগিতা চাওয়া হয়।
সংগঠনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আবদুল মোনায়েম মুন্না, এস এম জিলানী, জাহিদুল ইসলাম রনি এ সময় উপস্থিত ছিলেন।
পুরনো খবর