চলতি সপ্তাহের ওটিটির সিরিজ-সিনেমার খোঁজ তুলে ধরছে গ্লিটজ।
Published : 20 Jan 2025, 08:37 AM
দেশের কনটেন্ট ছাড়াও চলতি সপ্তাহে ওটিটিতে এসেছে কিছু কাঙ্ক্ষিত সিনেমা-সিরিজ।
এর মধ্যে আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের 'দরদ' সিনেমা।
প্রায় পাঁচ বছর পর পর্দায় ফিরেছে 'পাতাল লোক' র দ্বিতীয় মৌসুম।
এছাড়াও রোশন পরিবারের আদ্যোপান্ত নিয়ে নির্মিত তথ্যচিত্র 'দ্য রোশনস' দেখা যাচ্ছে ওটিটিতে। চলতি সপ্তাহের ওটিটির সিরিজ-সিনেমার খোঁজ তুলে ধরছে গ্লিটজ।
শাকিবের 'দরদ'
বৃহস্পতিবার থেকে আইস্ক্রিনে দেখা যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা 'দরদ'। রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমার কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের গল্পের সিনেমা ‘দরদ’।
সিনেমায় প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার দেখানো হয়েছে। ‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান।
এ সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।
'পাতাল লোক' র দ্বিতীয় মৌসুম
পাঁচ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এসেছে হিন্দি ওয়েব সিরিজ 'পাতাল লোক' র দ্বিতীয় মৌসুম। শুক্রবার থেকে প্রাইম ভিডিও তে দেখা যাচ্ছে সিরিজটি।
এই মৌসুমে ইন্সপেক্টর হাতিরাম চৌধুরীর ভূমিকায় দেখা গেছে জয়দীপ আহলাওয়াতকে। যিনি উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক নেতা জোনাথন থমের খুনের তদন্তে নামেন এবং সত্যের সন্ধান করতে গিয়ে তাকে লড়তে হয় ক্ষমতাশালী প্রতিপক্ষের সাথে।
পাঁচ বছর পর সিরিজের নতুন সিজনে আবারও জীবন বাজি রেখে দুষ্কৃতকারীদের মুখোমুখি দাঁড়ায় হাতিরাম। এই জটিল যাত্রায় তার সঙ্গী হয়েছেন ইশওয়াক সিং।
এই সিজনে নতুন করে যুক্ত হয়েছেন জাহ্নু বরুয়া, তিলোত্তমা সোম, নাগেশ কুকুনুর এবং অনুরাগ অরোরা।
'দ্য রোশনস'
বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবার হিসেবে রোশনদের বিশেষ পরিচিতি রয়েছে। 'দ্য রোশনস' নামের হিন্দি এই তথ্যচিত্রে উঠে এসেছে রোশন পরিবারের আদ্যোপান্ত। হৃতিক রোশন হিন্দি সিনেমার তারকা অভিনেতা। তার বাবা রাকেশ রোশন খ্যাতিমান পরিচালক। হৃতিকের ঠাকুরদাদা খ্যাতিমান সংগীত পরিচালক রোশনলাল নাগরথ মোহন।
এই সিরিজে রোশনলাল নাগরাথের সুরের ঐতিহ্যের গল্পও দেখা যাবে। এই পরিবারের জীবনের নানা দিক তুলে ধরবেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, করণ জোহরের মতো তারকারাও। শুক্রবার থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এই তথ্যচিত্রটি।
'বিদুথলাই পার্ট টু'
পরিচালক বেত্রিমারনের থ্রিলার সিনেমা 'বিদুথলাই পার্ট টু' দেখা যাচ্ছে জি ফাইভে। শুক্রবার থেকে দেখা যাচ্ছে সিনেমাটি। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত 'বিদুথলাই পার্ট ওয়ান'-এর সিক্যুয়াল এটি।
সিনেমাটি তামিলনাড়ুর মাক্কাল পদাই' র নেতা বাত্তিয়ারের শোষণের বিরুদ্ধে লড়াইকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, মঞ্জু ওয়ারিয়ার এবং সুরি। সিনেমাটি গত ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এবার ওটিটিতে দেখা যাচ্ছে।