ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে দেখা যাচ্ছে 'তুফান' সিনেমা।
Published : 22 Sep 2024, 02:37 PM
ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই একসঙ্গে দেখাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের হিট সিনেমা ‘তুফান’। এদিকে ১৯৬২ সালে মৃণালিনীর বাসভবন থেকে চুরি যাওয়া পানির পাম্প নিয়ে যে মামলা চলছে বছরের পর বছর ধরে, সেই ঘটনা নিয়ে তৈরি সিনেমা 'জলাধারা পাম্পসেট সিন্স ১৯৬২' চলছে জিও সিনেমায়।
এছাড়াও ডিউক অব ইয়র্ক রাজকুমার অ্যান্ড্রুর দেওয়া বিতর্কিত সাক্ষাৎকারের উপরে নির্মিত হয়েছে সিরিজ। সেই সিরিজটিসহ চলতি সপ্তাহে ওটিটির পর্দায় যা যা দেখা যাচ্ছে তা একনজরে দেখে আসা যাক।
দুই প্ল্যাটফর্মে 'তুফান'
ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে বৃহস্পতিবার এসেছে শাকিব খানের ‘তুফান’। রায়হান রাফীর গল্প ও পরিচালনায় ’তুফান’ সিনেমায় শাকিব খানকে গ্যাংস্টার এবং চলচ্চিত্র অভিনেতা এই দুই চরিত্রে দেখা গেছে।এখানে বিশেষ আকর্ষণ অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া কলকাতার মিমি চক্রবর্তী, ঢাকার মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরো অনেকে অভিনয় করেছেন।
নেটফ্লিক্সে 'হিজ থ্রি ডটার'
আমেরিকান ড্রামা ফিল্ম 'হিজ থ্রি ডটার' চলছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। আজাজেল জ্যাকবস পরিচালিত এই সিনেমায় ক্যারি কুন , নাতাশা লিওন এবং এলিজাবেথ ওলসেন তিনজন বোনের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমা তৈরি হয়েছে এক অসুস্থ বাবা ও তার তিন মেয়ের জীবনের নানা গল্প নিয়ে। যেখানে বাবার জীবনের শেষ দিনগুলোতে তাকে দেখাশোনা করতে নিউ ইয়র্কে চলে আসে মেয়েরা। এতে আরও অভিনয় করেছেন রুডি গ্যালভান, জোসে ফেবুস, জেসমিন ব্রেসি, জে ও স্যান্ডার্স এবং জোভান অ্যাডেপো ।
মালায়ালাম সিনেমা 'জলাধারা পাম্পসেট সিন্স ১৯৬২'
ভারতীয় মালায়ালাম সিনেমা 'জলাধারা পাম্পসেট সিনস ১৯৬২' এসেছে জিও সিনেমায়। আশিস চিন্নাপ্পা পরিচালিত এই সিনেমাটি, গল্প বলার ধরন ও অভিনয়শিল্পীদের অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছিল। এতে দেখা যাবে মৃণালিনী নামের এক নারীর বাসভবন থেকে একটি পানির পাম্প চুরি হয়ে যায়, যে চুরির ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। এবং ওই মামলা চলতে থাকে বছরের পর বছর ধরে। কমেডি ঘরানার এই সিনেমাটিতে অভিনয় করেছেন উর্বশী, সানুষা ,সাগর রাজন , জনি অ্যান্টনি এবং টিজি রবি।
পরেশ রাওয়ালের 'জো তেরা হ্যায় ও মেরা হ্যায়'
হিন্দি সিনেমা 'জো তেরা হ্যায় ও মেরা হ্যায়'র গল্প নির্মিত হয়েছে এক বাড়ির ঘটনাকে কেন্দ্র করে। রাজ ত্রিবেদী পরিচালিত এই সিনেমাটি শুক্রবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় দেখছে দর্শকরা। এতে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, অমিত সিয়াল, সোনালি।
জুলিয়ান জারল্ডের ‘আ ভেরি রয়্যাল স্ক্যান্ডাল’
বৃহস্পতিবার থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে ওয়েব সিরিজ ‘আ ভেরি রয়্যাল স্ক্যান্ডাল’। জুলিয়ান জারল্ড পরিচালিত এই সিরিজটি ব্রিটিশ ঐতিহাসিক ডিউক অব ইয়র্ক রাজকুমার অ্যান্ড্রুর দেওয়া বিতর্কিত একটি সাক্ষাৎকার অবলম্বনে নির্মিত হয়েছে। তিন পর্বের এই সিরিজে প্রিন্স অ্যান্ড্রুর চরিত্রে অভিনয় করেছেন মাইকেল শিন। এমিলি মেইটলিসের চরিত্রে রুথ উইলসন। যিনি এখানে সাংবাদিকের ভূমিকায় আছেন। ২০১৯ সালের বিতর্কিত ওই সাক্ষাৎকারের উপর নির্মিত সিরিজটি মুক্তির আগে থেকেই ব্যাপক আলোচনায় আছে।